Connect with us

গান বাজনা

ঢাকায় আবার হবে ফোক ফেস্ট, দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের পরিবেশনা (ছবি: মাছরাঙা টেলিভিশন)

পাঁচ বছরেরও বেশি সময় পর আবার লোকগানের সুর-সুধা ছড়াবে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। সংগীত নিয়ে উপমহাদেশের অন্যতম বৃহৎ এই আসরের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশনস। 

২০২৫ সালের জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে থাকছে ঢাকা ফোক ফেস্টের ষষ্ঠ আসর। উৎসবের পর্দা উঠবে ২৩ জানুয়ারি। চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

এবারের আসরে দেশ-বিদেশের লোকগানের কোন শিল্পীরা অংশ নেবেন, তাদের তারিখা শতভাগ চূড়ান্ত হলে সংবাদ সম্মেলনে জানানো হবে। বরাবরের মতোই নির্দিষ্ট নিয়ম মেনে কেবল নাম নিবন্ধনের মাধ্যমে এই আয়োজন উপভোগ করা যাবে।

২০১৯ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে সংগীত পরিবেশন করেন পবন দাস বাউল (ছবি: মাছরাঙা টেলিভিশন)

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা পাঁচবার অনুষ্ঠিত হয় ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। ২০২০ সালে করোনা মহামারি ও পরবর্তী সময়ে নিরাপত্তাজনিত কারণে আর হয়নি এই আয়োজন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ