ওটিটি
‘রঙিলা কিতাব’: পরীর প্রথম ওয়েব সিরিজের ট্রেলারে টানটান উত্তেজনা
‘ক্ষমতার খেলায় জীবন হারিয়ে যায়। বিশ্বাসঘাতকতার দাম দিতে হবে প্রাণ দিয়ে। রক্তের দাম রক্তে শোধ হবে। লিখা হবে এক প্রেমের কিসসা’– অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের প্রথম ট্রেলারের বিবরণে লেখা আছে এসব কথা। হইচইয়ে আগামী ৮ নভেম্বর মুক্তি পাচ্ছে এটি।
গতকাল (২৯ অক্টোবর) ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমকালো আয়োজনে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের ট্রেলার উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী পরীমণি। এটাই তার প্রথম ওয়েব সিরিজ। এজন্য শুটিং থেকে শুরু করে এখনও এই কাজ নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।
টানটান উত্তেজনায় ভরপুর ট্রেলারে পরীমণিকে সন্তানসম্ভবা দেখা গেছে। তার চরিত্রের নাম সুপ্তি। বরিশালে মফস্বল শহরে স্বামী প্রদীপের সঙ্গে তার সুখের সংসার। প্রদীপ একজন গ্যাংস্টার। একপর্যায়ে ক্ষমতার মারপ্যাঁচে এই দম্পতির সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের অতীত তাড়া করে বেড়ায় তাদের। প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে ছুটতে থাকে গর্ভবতী সুপ্তি।
‘রঙিলা কিতাব’ প্রসঙ্গে পরী বলেন, ‘এমন একটি চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। গল্পটির একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে থাকছে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি– দর্শক আমাদের কাজ পছন্দ করবে, ভালোবাসবে।’
নতুন সিরিজ নিয়ে বেশ আশাবাদী অনম বিশ্বাস। তিনি বলেন, ‘প্রতিটি পর্ব দর্শককে পর্দায় ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলী সর্বোচ্চ দিয়ে কাজ করেছেন।’
প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। অন্যান্য চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মনোজ প্রামাণিকসহ অনেকে। ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নেপথ্যে একটি গান বেজেছে। এটি গেয়েছেন ইমরান মাহমুদুল।
কিঙ্কর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে ওয়েব সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস