বলিউড
সৌদিতে ‘সিংঘাম অ্যাগেইন’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’ নিষিদ্ধ

‘সিংঘাম অ্যাগেইন’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’র দৃশ্য (ছবি: এক্স)
‘সিংঘাম অ্যাগেইন’ নাকি ‘ভুল ভুলাইয়া থ্রি’, বলিউড বক্স অফিসে কে কাকে টক্কর দেবে কিংবা কোনটি কত ব্যবসা করবে সেদিকে দর্শকসহ বাণিজ্য বিশ্লেষকদের নজর। এর কারণ দুটোই তারকাবহুল সিনেমা, দুটোই হিট ফ্র্যাঞ্চাইজের নতুন পর্ব।
আজ (১ নভেম্বর) আলোর উৎসব দীপাবলিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে একসঙ্গে মুক্তি পেয়েছে রোহিত শেঠি পরিচালিত ‘সিংঘাম অ্যাগেইন’ ও আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া থ্রি’। তবে সৌদি আরবে দুটি সিনেমাই নিষিদ্ধ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি মনে করছে, সিনেমা দুটির বিষয়বস্তু মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে পারে।

‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমার পোস্টার (ছবি: জিও স্টুডিওস)
অজয় দেবগণ অভিনীত ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায় ভারতীয় পুরাণ রামায়ণের গল্পের উপস্থিতি রয়েছে। আর ‘ভুলভুলাইয়া থ্রি’তে আছে সমকামিতা বিষয়। এসব কারণে সিনেমাটি নিষিদ্ধ করেছে সৌদি সরকার।

‘ভুল ভুলাইয়া থ্রি’র দৃশ্যে কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালান (ছবি: টি-সিরিজ)
এদিকে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সিঙ্গাপুরে ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমার মুক্তি একসপ্তাহ পিছিয়ে গেছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, কানাডাসহ বহির্বিশ্বের মোট ১৯০০ পর্দায় দেখানো হবে এটি।

‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমার দৃশ্যে দীপিকা পাড়ুকোন ও কারিনা কাপুর খান (ছবি: জিও স্টুডিওস)
‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায় বলিউডের প্রথম সারির একঝাঁক হেভিওয়েট তারকার সম্মিলন ঘটিয়েছেন রোহিত শেঠি। বাজিরাও সিংঘাম চরিত্রে যথারীতি থাকছেন অজয় দেবগণ। সিংঘামের স্ত্রীর চরিত্রে আবার দেখা যাবে কারিনা কাপুরকে। রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’ থেকে এসেছেন ‘সূর্যবংশী’ তারকা অক্ষয় কুমার ও ‘সিম্বা’ তারকা রণবীর সিং। নতুন যুক্ত হয়েছেন দীপিকা পাড়ুকোন ও টাইগার শ্রফ। এছাড়া খলচরিত্রে আছেন অর্জুন কাপুর ও জ্যাকি শ্রফ।

‘ভুল ভুলাইয়া থ্রি’র দৃশ্যে তৃপ্তি দিমরি (ছবি: টি-সিরিজ)
‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় কিস্তির মতোই আবার রুহ বাবা চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান। তার সঙ্গে জুটি বেঁধেছেন তৃপ্তি দিমরি।
প্রথম ‘ভুল ভুলাইয়া’য় মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। ১৭ বছর পর তৃতীয় পর্বে ফিরছেন তিনি। নতুন যুক্ত হয়েছেন মাধুরী দীক্ষিত। বলিউডের দুই প্রজন্মের দুই অভিনেত্রীকে এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে। দ্বিতীয় পর্ব থেকে ফিরছেন সঞ্জয় মিশ্র, রাজেশ শর্মা, অমর উপাধ্যায় ও অশ্বিনী কালসেকার। আগের দুই কিস্তিতেই থাকা রাজপাল যাদবকে এবারও পাওয়া যাবে। নতুন যুক্ত হয়েছেন বিজয় রাজ, মনীষ বাধওয়া, রোজ সারদানা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস