Connect with us

বিশ্বসংগীত

এমটিভি ইএমএ’তে টেলর সুইফটের আরেকটি ইতিহাস

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সেরা ভিডিও পুরস্কার বিতরণের পর ভেসে ওঠে টেলর সুইফটের বার্তা।

৩০তম এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডসে (ইএমএ) সেরা সংগীতশিল্পীসহ চারটি পুরস্কার জিতলেন আমেরিকান পপতারকা টেলর সুইফট। প্রথম ব্যক্তি হিসেবে তিনবার এই স্বীকৃতি পেয়ে ইতিহাস গড়লেন তিনি। সেরা ভিডিও, সেরা লাইভ এবং সেরা আমেরিকান সংগীতশিল্পী বিভাগ তিনটির পুরস্কারও গেছে তার কাছে। 

রবিবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে কো-অপ লাইভ এরেনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের আয়োজনে সশরীরে ছিলেন না টেলর সুইফট। কারণ উত্তর আমেরিকায় এখন তার ইরাস ট্যুর চলছে। ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বেস্ট আফ্রোবিটস পুরস্কার গ্রহণ করেছেন টাইলা।

দ্বিতীয় সর্বাধিক তিনটি পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকান তারকা টাইলা। সেরা রিদমঅ্যান্ডব্লুজ (আরঅ্যান্ডবি), সেরা আফ্রোবিটস ও সেরা আফ্রিকান সংগীতশিল্পী স্বীকৃতি উঠেছে তার হাতে।

তৃতীয়বার এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস সঞ্চালনা করলেন ব্রিটিশ তারকা রিটা অরা। সদ্যপ্রয়াত ওয়ান ডিরেকশন ব্যান্ডের সংগীতশিল্পী লিয়াম পেইনকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদেছেন তিনি। গত মাসে আর্জেন্টিনার বুয়েন্স আয়ারসে হোটেল রুমের ব্যালকনি থেকে পড়ে ৩১ বছর বয়সে নিভে গেছে লিয়ামের জীবন।

সেরা নতুন সংগীতশিল্পী বেনসন বুন।

এমটিভি ইএমএ ২০২৪ বিজয়ী তালিকা
বেস্ট আর্টিস্ট: টেলর সুইফট
বেস্ট গান: এসপ্রেসো (সাবরিনা কার্পেন্টার)
বেস্ট ভিডিও: ফোর্টনাইট (টেলর সুইফট ফিচারিং পোস্ট ম্যালোন)
বেস্ট সম্মিলন: নিউ ওম্যান (লিসা ফিচারিং রোজালিয়া)
বেস্ট ইউকে ও আয়ারল্যান্ড অ্যাক্ট: রেই
বেস্ট ইউএসএ অ্যাক্ট: টেলর সুইফট
বেস্ট ভারতীয় অ্যাক্ট: মালি (মালাবিকা মনোজ)
বেস্ট এশিয়ান অ্যাক্ট: বিনি (ফিলিপাইন)
বেস্ট লাইভ: টেলর সুইফট
বেস্ট পপ: আরিয়ানা গ্র্যান্ড
বেস্ট হিপ-হপ: এমিনেম
বেস্ট কোরিয়ান-পপ: জিমিন
বেস্ট রক: লিয়াম গ্যালাগার
বেস্ট অল্টারনেটিভ: ইমাজিন ড্রাগনস
বেস্ট ইলেক্ট্রনিক: ক্যালভিন হ্যারিস
বেস্ট আরঅ্যান্ডবি: টাইলা
বেস্ট আফ্রোবিটস: টাইলা
বেস্ট লাতিন: পেসো প্লামা
বেস্ট নিউ: বেনসন বুন
বেস্ট পুশ: লে সেরাফিম
বিগেস্ট ফ্যানস: লিসা
গ্লোবাল আইকন: বুস্টা রাইমস
পপ পাইওনিয়ারস: পেট শপ বয়েজ

সিনেমাওয়ালা প্রচ্ছদ