ঢালিউড
দিনে দিনে আমি নিজেকে ভাঙার চেষ্টা করছি: শাকিব
ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজের অভিনীত ‘দরদ’ দেখলেন সিনেমাহলে। এরপর সংবাদমাধ্যমের সামনে এসে তিনি বলেন, “দিনে দিনে আমি নিজেকে ভাঙার চেষ্টা করছি। আপনারা দেখছেন, আমার একটি সিনেমার সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি নিজেকে প্রতিবারই সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখন যেমন ‘দরদ’ দেখে সবাই ভালোবাসা দিচ্ছেন। সর্বোচ্চ ওপেনিং পেয়েছে ‘দরদ’। যেখানেই সিনেমাটি মুক্তি পেয়েছে, সবখানে মানুষ দেখছে। দেখতে দেখতে শেষ সময়ে এসে সবার চোখের কোণে পানি জমে গেছে ‘দরদ’-এর জন্য। ‘দরদ’-এর ভূয়সী প্রশংসা করছেন সবাই, এতো ভালোবাসা দিচ্ছেন। আমার আগামী সিনেমাগুলোও ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখবেন এবং সেগুলোও আপনাদের ভালো লাগবে।”
গতকাল (২৩ নভেম্বর) ঢাকার মহাখালীতে এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘দরদ’ দেখে কথা বলেন শাকিব। তার কথায়, “অনেকদিন ধরেই ‘দরদ’ দেখার জন্য খুব উদগ্রীব ছিলাম। এটি খুব সরল একটি গল্পের সিনেমা। অনন্য মামুনের কাছে প্রথম গল্পটা শুনে আমার খুব ভালো লেগেছিলো। বিশেষ করে শেষের অংশ শুনে মনে হলো চমৎকার গল্প। ‘দরদ’ খুব দরদের একটি সিনেমা। এটি বিশাল আঙ্গিকের সিনেমা না, খুব বিশালত্ব এখানে নেই। কিন্তু সিনেমাটি দেখতে দেখতে যখন শেষ সময় চলে আসে, তখন মনের অজান্তে চোখের কোণে পানি জমে যায়। শুটিংয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা ‘দরদ’কে দরদ দিয়ে ভালোবেসেছি।”
গত ১৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘দরদ’। শাকিব তখন মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ছিলেন। তিনি বলেন, “আমরা সকলে শঙ্কিত ছিলাম, দেশের বর্তমান পরিস্থিতিতে সিনেমা দেখার মেজাজে মানুষ কতটা আছে। বিনোদনের জন্য সিনেমা দেখতে মানুষ কতটা আসবে সেই সংশয় ছিলো। কিন্তু মুক্তির পরদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ২০২৪ সালে সর্বোচ্চ ওপেনিং পেয়েছে ‘দরদ’। এটা দেখে মনে হয়েছে, আমার দেশের মানুষ সিনেমাকে সত্যিই ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে। আমি অবাক হয়েছি, দেশের মানুষ প্রতিকূল অবস্থার মধ্যেই ‘দরদ’ দেখেছেন। আমার এত প্রত্যাশা ছিলো না। বিভিন্ন কারণে অনন্য মামুন আহামরি খুব একটা প্রচারণা করতে পারেনি। অনেক চেষ্টা করা সত্ত্বেও সময়মতো অনেক কিছু দিতে পারেনি সে। কিন্তু অনন্য মামুন ও আমার টিমসহ সবাই খুব চেষ্টা করেছে। এত চমৎকার একটা সিনেমা, ফলে সেই চেষ্টা কেনো থাকবে না? ‘দরদ’ যেমন খুব দরদের ও ভালোবাসার একটি সিনেমা, অনন্য মামুন সেভাবেই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। ‘প্রিয়তমা’র পরপরই ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছি। ‘রাজকুমার’-এর আগেই এটা মুক্তি পাওয়ার কথা ছিলো। বিভিন্ন কারণে এর মুক্তি কয়েকবার পিছিয়েছে। হয়তো সঠিক সময়ে এটি মুক্তি দিতে পারিনি আমরা।”
‘দরদ’ সিনেমার পরিচালক অনন্য মামুনের কাঁধে হাত রেখে তার প্রশংসা করেছেন শাকিব, ‘অনন্য মামুনের সিনেমার জন্য শাকিবিয়ানরা এতো শ্রম দিয়েছে, সেজন্য সমস্ত শাকিবিয়ান ও ভক্তদের কাছে অনেক কৃতজ্ঞ আমি। এখনো তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি সত্যিই শাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত। আমার ভালোবাসার শাকিবিয়ানরা চমৎকার। এখন আমি ‘বরবাদ’ নিয়ে ব্যস্ত, সেই বাজেট কিন্তু অনন্য মামুনের ছিলো না। আমার আগের সিনেমা ‘তুফান’-এর বাজেট অনন্য মামুন পায়নি। তবুও অনন্য মামুন অনেক দরদ দিয়ে সিনেমাটি বানিয়েছে। সে সর্বাত্মক চেষ্টা করেছে।”
অনেক বছর পর ঈদ ছাড়া মুক্তি পেলো শাকিবের সিনেমা। তিনি বলেন, “আমার ক্যারিয়ারে যত হিট সিনেমা আছে, ‘প্রিয়া আমার প্রিয়া’ থেকে শুরু করে ‘কোটি টাকার কাবিন’সহ বেশিরভাগই ঈদ ছাড়া সিনেমাহলে এসেছে। ঈদে অনেক সিনেমার ভিড়ে প্রতিযোগিতা থাকে। ফলে ঈদ ছাড়া ব্যবসা করা তুলনামূলক সহজ। সবসময়ই প্রমাণিত হয়েছে, ‘দরদ’ দিয়ে আরেকবার প্রমাণিত হলো, ঈদ ছাড়া সিনেমা সুপারহিট হওয়ার সুযোগ বেশি থাকে।”
বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে মুক্তি পেয়েছে ‘দরদ’। এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আন্তর্জাতিক বাজারে আমার পথচলা শুরু হয়েছে ‘প্রিয়তমা’র মাধ্যমে। যতই দিন যাচ্ছে, বিশ্ববাজারে আমরা এগিয়ে যাচ্ছি। ‘প্রিয়তমা’র পর ‘রাজকুমার’, তারপর ‘তুফান’ এবং এখন ‘দরদ’, বিদেশে কিন্তু আমরা দিনে দিনে উন্নতি করছি। তবে আমার স্বপ্নের লক্ষ্যে এখনো পৌঁছাইনি। এখনো যেতে হবে অনেকদূর। অনেক কাজ করতে হবে। অনেকদূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো। ইনশাল্লাহ যাবো অনেকদূর। আরো ভালো ভালো কাজ করে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো আশা রাখি।”
শাকিবের আগের সিনেমা ‘তুফান’ ব্লকবাস্টার হিট হয়েছে। তার ভাষায়, “দর্শকদের ‘তুফান’ দেখে যেমন ভালো লেগেছে, তেমনি ‘বরবাদ’ দেখলে মনে হবে, বাহ! এ কী দেখলাম! ‘তুফান’-এর চেয়ে দ্বিগুণ বাজেটের সিনেমা মনে হবে ‘বরবাদ’। এরপরের সিনেমা যেটা আসবে, সেটা দেখলে আরও বিস্মিত হবেন দর্শকরা! ‘তুফান’-এর বাজেট যেমন ‘বরবাদ’ টপকে গেছে, পরের সিনেমার বাজেট জানলে মনে হবে ‘বরবাদ’ খুব অল্প বাজেটের সিনেমা! আমরা সেদিনের অপেক্ষা করছি। সেই দিনটির জন্য ও বিশ্ববাজারে অবস্থান মজবুত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
বড় পর্দার এই মহাতারকা বলেন, ‘দেশের সকল মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাবো। শাকিব তার জায়গা থেকে ভালো সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করে, এই যে এমন একটা বিশ্বাস নিয়ে সিনেমা দেখে মানুষ, তখন আমার কর্তব্য বেড়ে যায়। আমার কেবলই মনে হয়, আমাকে ভালো কাজ করতেই হবে। সেজন্য বছরে যদি হয় একটি সিনেমা, সেটাতেই আমাকে ভালো কাজ করতে হবে। কারণ আমার দেশের মানুষ, সব শাকিবিয়ান ও পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে, আমি ভালো কাজ উপহার দেবো। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস