Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

আট বিভাগে প্রতিভাবান তরুণ নির্মাতা খুঁজে বের করবেন তারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘(বাঁ থেকে) সুমন রহমান, তানিম নূর ও আদনান আল রাজীব (ছবি: ফেসবুক)

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘রিমেম্বারিং মনসুন রেভল্যুশন’ শীর্ষক কার্যক্রমে যুক্ত হলেন সাহিত্যিক ও শিক্ষক সুমন রহমান, সিনেমা ও ওয়েব সিরিজ নির্মাতা তানিম নূর, সিনেমা প্রযোজক, নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা আদনান আল রাজীব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান তরুণ নির্মাতা খুঁজে বের করাই হবে তাদের দায়িত্ব। সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক গঠিত ৮ সদস্যের একটি সার্চ কমিটির সদস্য হয়েছেন তারা। 

আদনান আল রাজীব এখন নিজের প্রযোজিত ‘প্রিয় মালতী’ সিনেমার প্রচারণার কাজে দেশের বাইরে আছেন। দেশে ফিরে সার্চ কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করবেন তিনি। তার লক্ষ্য, ‘আমরা বরাবরই সবক্ষেত্রে ঢাকাকেন্দ্রিক। তবে নতুন ভাবনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে প্রতিটি বিভাগে তরুণ নির্মাতাদের কেন্দ্র করে উন্মাদনা তৈরি হবে। ফলে সিনেমার প্রতি প্রতিটি বিভাগের মানুষের ভালোবাসা ও আন্তরিকতা বাড়বে। সেই সঙ্গে আমাদের এই বিনোদন শিল্পের পরিসরও বৃদ্ধি পাবে।’

আদনান আল রাজীব (ছবি: ফেসবুক)

সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামাকে আহ্বায়ক করে গঠিত ৮ সদস্যের কমিটিতে আরো আছেন মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। গতকাল (২৪ নভেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায়ের সই করা একটি চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

আদনান আল রাজীব ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী পরিচালক। ছবিয়ালের ভাইবেরাদর হিসেবে পথচলা শুরু করেছিলেন তিনি। ফারুকী সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর যে সাতটি কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে ‘রিমেম্বারিং মনসুন রেভোল্যুশন’ অন্যতম। এর অংশ হিসেবে ২০২৫ সালের জুলাইয়ে দেশের আট বিভাগের আটটি সিনেমা নিয়ে একটি উৎসব আয়োজন করা হবে। এগুলো দেশে প্রদর্শনের পাশাপাশি বিদেশের বিভিন্ন উৎসবে যেতে পারে বলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘রিমেম্বারিং মনসুন রেভোল্যুশন’ কার্যক্রমের আওতায় দেশের আট বিভাগে প্রযোজনাভিত্তিক ফিল্মমেকিং ওয়ার্কশপ করানো। তিনি উল্লেখ করেছেন এর লক্ষ্য দুটি, ‘প্রতি বিভাগে দশ জন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে-কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার। এই আট ফিল্মমেকার একইসঙ্গে একটি করে ৪০ মিনিট দৈর্ঘ্যের সিনেমা বানাবেন, যেগুলো জুলাই মাসে রিমেম্বারিং মুনসুন রেভোল্যুশন ফেস্টিভ্যাল উপলক্ষে দেখানো হবে। পরবর্তী সময়ে টেলিভিশন ও অনলাইনে দেখানো হবে এগুলো। এসব সিনেমায় সহকারী পরিচালক হিসেবে হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা। আটটি ওয়ার্কশপ কারা নেবেন ও ভিজ্যুয়াল কনটেন্ট কারা বানাবেন সেসব নির্বাচনের জন্যই সার্চ কমিটি গঠিত হয়েছে।’

ফারুকী যোগ করেন, ‘আমি বিশ্বাস করি, ৮০ জন অংশগ্রহণকারীকে নিয়ে আটজন ফিল্মমেকার ওয়ার্কশপ করাবেন। তাদের মধ্যে কমপক্ষে ৫০ জন নিজেরা ফিল্মমেকার হিসেবে দাঁড়াবেন। এই আগুনটাই আমরা ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি এটাও চাই, আটজন ফিল্মমেকার যে ৮টি ভিজ্যুয়াল কনটেন্ট বানাবেন সেগুলো যেন দেশে ও দেশের বাইরে আমাদের সময়ের গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়।’
Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ