Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যু ও তারিখ ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পোস্টার (ছবি: রেইনবো ফিল্ম সোসাইটি)

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (ডিআইএফএফ) ২৩তম আসরের সময়সূচি ঘোষণা করা হলো। ২০২৫ সালের ১১ জানুয়ারি এই উৎসবের পর্দা উঠবে। বরাবরের মতোই এর প্রতিপাদ্য থাকছে ‘উন্নত ফিল্ম, ভালো দর্শক ও উন্নত সমাজ।’

আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির প্রত্যাশা, এবার ৯ দিনে সব মিলিয়ে ৭৫টি দেশের ২৫০টির মতো ফিল্মের প্রদর্শনী হবে। সবই উপভোগ করা যাবে বিনামূল্যে। উৎসবের ভেন্যু বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ ও রুশ সাংস্কৃতিক কেন্দ্র।

উৎসবের একমাত্র প্রতিযোগিতা বিভাগ এশিয়ান সিনেমা। এছাড়া থাকবে রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মমেকার্স, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস এবং স্পিরিচুয়াল ফিল্মস।

সিনেমায় নারীর অংশগ্রহণ নিয়ে একাদশ ঢাকা আন্তর্জাতিক সম্মেলন হবে ১২ ও ১৩ জানুয়ারি। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী নির্মাতা, অভিনেত্রী ও ফিল্ম ব্যক্তিত্বরা।

২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ