Connect with us

বিশ্বসংগীত

কনসার্টে শাহরুখের যে সিনেমার গানে নাচলেন দুয়া লিপা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান, দুয়া লিপা (ছবি: ইনস্টাগ্রাম)

গ্র্যামি জয়ী পপতারকা দুয়া লিপা ভারতের মুম্বাই মাতালেন। চমকপ্রদ খবর হলো, কনসার্টে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত সিনেমার গানের তালে নেচেছেন তিনি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শাহরুখের মেয়ে সুহানা খান এটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করেছেন।

গত ৩০ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ছিলো দুয়া লিপার এই কনসার্ট। মঞ্চে তিনি মাইক্রোফোন হাতে ‘লেভিটেটিং’ গানটি গাইছিলেন। তার দুই পাশে নৃত্যশিল্পীরা নাচছেন। এরমধ্যে বেজে ওঠে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ও লাড়কি জো’ গানের একটি অংশ। ২৯ বছর বয়সী এই ব্রিটিশ-আলবেনিয়ান গায়িকাও তখন নেচেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla USA (@pinkvillausa)

‘লেভিটেটিং’ গানের সঙ্গে হিন্দি গানের ‘ম্যাশআপ’ শুনে মঞ্চের সামনে উন্মত্ত জনসমুদ্রের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সবাই সুরের সাম্পানে ভেসেছে আর করতালির ঝড় তুলেছে।

দুয়া লিপা (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৯ সালে মুম্বাইয়ে কনসার্ট করতে এসেছিলেন দুয়া লিপা। তখন শাহরুখের সঙ্গে দেখা হয়েছিলো তার। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বলিউড তারকাদের মধ্যে শাহরুখ তার প্রিয়।

দুয়া লিপা (ছবি: ইনস্টাগ্রাম)

১৯৯৯ সালে বড় পর্দায় মুক্তি পায় শাহরুখ খান ও টুইংকেল খান্না অভিনীত ‘বাদশা’। আব্বাস-মাস্তান পরিচালিত ওই সিনেমায় ‘ও লাড়কি জো’ গানটি গেয়েছেন বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ