Connect with us

ঢালিউড

‘তুফান’ সৃষ্টির পর ‘তাণ্ডব’ চালাবেন তারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রায়হান রাফী ও শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ সৃষ্টির পর এবার ‘তাণ্ডব’ পরিচালনা করবেন রায়হান রাফী। অ্যাকশন-নির্ভর নতুন এই সিনেমার গল্প পছন্দ হওয়ায় অভিনয়ের জন্য মৌখিক সম্মতি জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এটি সহ-প্রযোজনা করবেন শাহরিয়ার শাকিল। সব ঠিক থাকলে ‘তুফান’-এর পর আবার একসঙ্গে জোট বাঁধবেন তারা। 

ইতোমধ্যে ‘তাণ্ডব’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রায়হান রাফী। এরপরই প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এর শুটিং শুরু হবে। অ্যাকশন নির্দেশকসহ বেশ কয়েকজন বিদেশি কলাকুশলী থাকবেন। সিনেমাটি আগামী বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শাকিব খান (ছবি: ফেসবুক)

চলতি মাসেই জানা যাবে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের নায়িকা কে থাকছেন। গল্পটি লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তুফান’ সিনেমার চিত্রনাট্যকার তিনিই ছিলেন।

(বাঁ থেকে) শাকিব খান, রায়হান রাফী ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)

শাহরিয়ার শাকিলের আলফা আই স্টুডিওসের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করবে পশ্চিমবঙ্গের এসভিএফ। তাদের যৌথ প্রযোজনায় ‘তুফান ২’ তৈরি হবে ‘তাণ্ডব’ শেষে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ