Connect with us

ছবি ও কথা

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ঢাকাই জামদানিতে জয়া আহসান

ভারতের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গত ১ ডিসেম্বর মুম্বাইয়ে এই আয়োজনে তাকে আলাদাভাবে চোখে পড়েছে সবার। ঢাকাই জামদানি পরে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই তারকা।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ঢাকাই জামদানিতে জয়া আহসান।

জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘আমি যে সংস্কৃতিতে বেড়ে উঠেছি, আমার স্টাইল স্টেটমেন্টে সেটি তুলে ধরার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার পছন্দের একটি জিনিস। এবার জামদানি শাড়ি কীভাবে উপস্থাপন করা হয় সেই ছাঁচে নতুনত্ব আনতে চেয়েছিলাম। এক্ষেত্রে ফিল্মফেয়ারের চেয়ে ভালো মঞ্চ আর নেই। অনেক শিল্পীর সঙ্গে দেখা করার এই সুযোগ পাওয়া খুবই সৌভাগ্যের। এজন্য ফিল্মফেয়ারকে ধন্যবাদ।’

জয়া আহসান উল্লেখ করেছেন, জামদানি নামটি ফার্সি শব্দ ‘জাম’ (ফুলেল) ও ‘দানি’ (অলংকৃত পাত্র, ঢাকাই মসলিনের আলংকারিক ফুলের নিদর্শন) থেকে এসেছে। শাড়িটি তৈরি করতে প্রায় ছয় মাস লেগেছে।

জয়া আহসান ফেসবুকে আরো লিখেছেন, ‘শাড়িটিতে অপূর্ব কারুকাজ রয়েছে। এর পাশাপাশি আরও প্রাবল্য আর আত্মবিশ্বাস যোগ করতে সমসাময়িক ঢঙে স্টাইল করা হয়েছে। পুরনো যোদ্ধা রানির চিত্রকর্মে অনুপ্রাণিত নতুন কল্পনা করা একটি শিল্পকর্ম এটি।’

জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি শাখায় মনোনয়ন পেয়েছে।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চে জয়া আহসান। ছতে অতিথি সারিতে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও বিজয় ভার্মা।

ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি তুলে দিচ্ছেন জয়া আহসান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ