Connect with us

ওটিটি

কুসুমের ‘শরতের জবা’ ২০ টাকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কুসুম সিকদার (ছবি: ফেসবুক)

অভিনেত্রী কুসুম সিকদার পরিচালিত প্রথম সিনেমা ‘শরতের জবা’ বড় পর্দার পর এবার এলো ওটিটি প্ল্যাটফর্মে। আজ (১২ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে আইস্ক্রিনে এটি দেখা যাচ্ছে। এজন্য সাবস্ক্রাইব করতে প্রত্যেক দর্শকের লাগছে মাত্র ২০ টাকা!

গত ১২ অক্টোবর ঢাকাসহ দেশের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পায় ‘শরতের জবা’। যারা বড় পর্দায় এটি দেখেননি কিংবা দেখার সুযোগ পাননি তারা ঘরে বসেই কিংবা যেকোনও স্থান থেকে ওটিটিতে উপভোগ করতে পারেন।

‘শরতের জবা’র পোস্টার (ছবি: আইস্ক্রিন)

নিজের লেখা ‘অজাগতিক ছায়া’ গ্রন্থ থেকে ‘শরতের জবা’ গল্পটি পর্দায় তুলে এনেছেন কুসুম সিকদার। পরিচালনার পাশাপাশি এতে জবা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর মাধ্যমে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় দর্শকদের কাছে ফিরলেন এই তারকা।

ভৌতিক-থ্রিলার ধর্মী ‘শরতের জবা’র গল্প একজন একাকী নারীর রহস্যময় জীবনকে কেন্দ্র করে। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

কুসুম সিকদার (ছবি: ফেসবুক)

শুধু পরিচালনা ও অভিনয় নয়, ‘শরতের জবা’র চিত্রনাট্যকার আর সহ-প্রযোজক কুসুম সিকদার। তার প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

গৌতম ঘোষের পরিচালনায় কুসুম সিকদার অভিনীত ‘শঙ্খচিল’ ২০১৬ সালে মুক্তি পায়। তার অভিনীত আগের দুটি সিনেমা হলো খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ ও স্বপন আহমেদের ‘লাল টিপ’।

২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস ফটোজনিক’ প্রতিযোগিতা দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয় কুসুম সিকদারের। এরপর মডেলিং, নাটক ও টেলিফিল্মে নিয়মিত অভিনয় করেছেন। গত কয়েক বছর অভিনয়ে একেবারেই দেখা যায়নি তাকে। মাঝে তার গাওয়া ‘নেশা’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ