Connect with us

ওটিটি

ভয় নিয়ে নুহাশের ’২ষ’ আসছে, কোন পর্বে কে অভিনয় করেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ভাগ্য ভালো’ পর্বে মোশাররফ করিম (ছবি: চরকি)

দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো ‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজে তুলে ধরেন পরিচালক নুহাশ হুমায়ূন। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির পর সিরিজটি তুমুল জনপ্রিয়তা পায়। এবার আসছে এর দ্বিতীয় মৌসুম ‘২ষ’। এতে থাকছে ভয়ের নতুন কিছু দৃশ্যকাব্য।

শুধু ভূত-প্রেতেই নয়, মানুষের মধ্যে ভয় জাগে আরো অনেক কিছুর কারণে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভয় যেন আর দূরের কিছু নয়, এটি জড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়! এমন ভাবনা থেকেই চার পর্বের ওয়েব সিরিজ ‘২ষ’ পরিচালনা করেছেন নুহাশ।

গত ১২ ডিসেম্বর প্রকাশিত হয় নতুন সিরিজটির ট্রেলার। ‘ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালিব-শ, আরেকটা পেট কাটা ষ’– ট্রেলারের এই সংলাপ যেমন রহস্যময়, তেমনই জন্ম দিয়েছে নানান প্রশ্নের।

‘বেসুরা’ পর্বের শুটিংয়ে নুহাশ হুমায়ূন (ছবি: চরকি)

সিরিজটির প্রথম পর্ব ‘ওয়াক্ত’ চরকিতে মুক্তি পাবে আগামী ১৮ ডিসেম্বর রাত ১২টায়। পরের তিন পর্বের কোনটি কবে আসবে সেই দিনক্ষণ একে একে জানা যাবে চরকির সোশ্যাল মিডিয়ায়।

‘ওয়াক্ত’ গল্পে রয়েছে পাঁচ বন্ধুর, পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতির গল্প। এতে পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান।

সিরিজের অন্য তিনটি পর্ব হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন নুহাশ। ‘ভাগ্য ভালো’ ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান টুনটুনি, আদনান আদীব খান ও সামিয়া অথৈ।

‘অন্তরা’ পর্বে আফজাল হোসেন ও কাজী নওশাবা আহমেদ (ছবি: চরকি)

অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। অভিনয়ে আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু।

সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ’বেসুরা’তে। এতে অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

পর্বগুলোর নামকরণে নির্মাতার পাশাপাশি দর্শকদের অংশগ্রহণ ছিলো। চরকির ফেসবুক পেজে প্রচারণার মাধ্যমে দর্শকদের কাছ থেকে পাওয়া বিভিন্ন নামের সঙ্গে নির্মাতার ইচ্ছে যুক্ত করে রাখা হয়েছে নামগুলো। অনেকেই পর্বগুলোর নামের প্রশংসা করেছেন।

‘অন্তরা’ পর্বে আফজাল হোসেন (ছবি: চরকি)

নুহাশ হুমায়ূন বলেন, ‘দ্বিতীয় মৌসুমের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় কিংবা অবয়বের চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এর সঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকে ভয় হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছি।’

নুহাশের মতে, “দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়। ‘২ষ’-এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছি।”

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ