Connect with us

স্টার জোন

‘হাজার বছর ধরে’ সিনেমার শারমিন জোহা শশী বিয়ে করেছেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

খালিদ হোসাইন অভি ও শারমিন জোহা শশী (ছবি: ফেসবুক)

ঘর বাঁধলেন অভিনেত্রী শারমীন জোহা শশী। বরের নাম খালিদ হোসাইন অভি। তিনি মূলত সিনেমা ও টেলিভিশন কন্টেন্টের ডাবিং পরিচালনা করে থাকেন। পাশাপাশি বিভিন্ন সিরিজ, কার্টুন ও অ্যানিমেশনে কণ্ঠ দিয়েছেন তিনি।

গতকাল (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে রাতে দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শশীর মা ও ভাই আর বরের মা-বাবা ও ভাই ছিলেন অনুষ্ঠানে। শশীর বাবা বেঁচে নেই।

বিয়ের মেহেদিতে হাতে বরের নাম লিখেছেন শারমিন জোহা শশী (ছবি: ফেসবুক)

শশী জানান, দেড় বছর আগে কোরিয়ান সিরিজ ‘রিপ্লাই ১৯৯৮’-এর ডাবিংয়ের সূত্রে অভির সঙ্গে তার পরিচয়। এরপর একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়। চার-পাঁচ মাস আগে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

২০০৫ সালে জহির রায়হানের কালজয়ী উপন্যাস ‘হাজার বছর ধরে’ অবলম্বনে একই নামের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শশীর। এরপর ছোটপর্দায় নিয়মিত হন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ