Connect with us

ওটিটি

‘স্কুইড গেম’ রিয়েলিটি শো, প্রথম পুরস্কার ৪২ কোটি টাকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

স্কুইড গেম
‘স্কুইড গেম’ সিরিজে লি জং-জে (ছবি: টুইটার)

নেটফ্লিক্সের বিশ্ব কাঁপানো ‘স্কুইড গেম’-এর রোমাঞ্চকর সব খেলা এবার বাস্তবে দেখা যাবে। কোরিয়ান সিরিজটি অবলম্বনে বিশাল পরিসরে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো। নেটফ্লিক্স এর নাম রেখেছে ‘স্কুইড গেম: দ্য চ্যালেঞ্জ’।

শৈশবের নিতান্তই ছেলেমানুষি কিছু খেলা নিয়ে সাজানো হয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম’। এরমধ্যে অন্যতম দড়ি টানাটানি, সাইজমতো ক্যান্ডি কাটা, থেমে থেমে দৌড়ানো প্রভৃতি। এসব খেলা দেখতে সহজ হলেও হারলেই নিশ্চিত মৃত্যু। শেষ পর্যন্ত যে জেতে সে পায় নগদ ৪৫ দশমিক ৬ বিলিয়ন ওন। তাই একপর্যায়ে প্রতিযোগীরা একে অপরকে মেরে ফেলার প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়।

‘স্কুইড গেম’ সিরিজের দৃশ্য

‘স্কুইড গেম’ সিরিজের দৃশ্য (ছবি: ইনস্টাগ্রাম)

তবে রিয়েলিটি শোতে সেই ভয়াবহতা থাকবে না। মিল বলতে সিরিজের মতোই বাস্তবে থাকবে বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪৫৬ জন প্রতিযোগী। তাদের মধ্যে প্রথম যিনি হবেন তার হাতে উঠবে ৪ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকার বেশি। নেটফ্লিক্সের দাবি, রিয়েলিটি শোর ইতিহাসে এটাই সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার। আগে কখনো কোনো রিয়েলিটি শোর পুরস্কার মূল্য এত ছিলো না।

স্কুইড গেম

‘স্কুইড গেম’ সিরিজে (বাঁ থেকে) পার্ক হে-সু, লি জং-জে ও হো-ইয়ান জং (ছবি: টুইটার)

২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তির পর নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজের রেকর্ড গড়ে ‘স্কুইড গেম’। প্রথম ২৮ দিনে ১৬৫ কোটি ঘণ্টার ভিউয়ারশিপ পেয়েছে এটি। এতে তুলে ধরা হয়েছে এমন কিছু প্রতিযোগীর গল্প যারা ধারদেনা কিংবা অর্থাভাবে বিপর্যস্ত। তাই ভাগ্যের চাকা ঘোরাতে চায় তারা। তাদের টাকা খুব প্রয়োজন। এমন কিছু মানুষকে টাকার লোভ দেখিয়ে মরণপণ খেলায় যোগ দিতে বাধ্য করা হয়। সেই খেলাই হয়ে ওঠে জীবন-মৃত্যুর লড়াই। জিতলে বেঁচে থাকার অধিকার। আর হারলে মৃত্যু অবধারিত।

‘স্কুইড গেম’ মুক্তির প্রথম মাসে ১১ কোটি ১০ লাখ বার ভিউ হয়েছে। নেটফ্লিক্সের ইতিহাসে এটাই সবচেয়ে সফল সিরিজ। গত বছরের নভেম্বরে নেটফ্লিক্স আরও জানায়, ১০৬ কোটি ঘণ্টার ভিউয়ারশিপ নিয়ে সবচেয়ে বেশি সময় দেখা সিরিজের রেকর্ড গড়েছে ‘স্কুইড গেম’।

স্কুইড গেম

‘স্কুইড গেম’ সিরিজে (বাঁ থেকে) ও ইয়াং-সু, লি জং-জে ও পার্ক হে-সু (ছবি: টুইটার)

কোরিয়ান ওয়েব সিরিজে যেসব খেলা দেখানো হয়েছে সেগুলোতে অনুপ্রাণিত কিছু গেমস থাকবে ১০ পর্বের রিয়েলিটি শোতে। একইসঙ্গে রাখা হবে নতুন কয়েকটি গেমস। এর শুটিং হবে যুক্তরাজ্যে চার সপ্তাহ। প্রতিযোগীদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। অংশগ্রহণকারী প্রত্যেকের ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকা চাই।

একদিন আগেই নেটফ্লিক্স ‘স্কুইড গেম’-এর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে। এবারও যথারীতি পরিচালক, গল্পকার ও নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন হোয়াং ডং হিউক। সাং জি-হান চরিত্রে লি জং-জে এবং দ্য ফ্রন্ট ম্যানের ভূমিকায় ফিরছেন লি বায়ুং হান। গেমসের সেলসম্যান হিসেবে গং ইয়ু’র ফেরার আভাস রয়েছে। অভিনেত্রী হো-ইয়ান জং ফিরতে পারেন বলে জানিয়েছেন নির্মাতা। এছাড়া থাকছে আগেরবারের মতো ‘রেড লাইট! গ্রিন লাইট!’ বলার মতো আরেকটি ভয়ানক পুতুল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ