Connect with us

ছবি ও কথা

চিত্রকর্মে অনুপ্রাণিত জয়ার নতুন ছবিগুলো

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি জামদানি নিয়ে নিরীক্ষা করে আলোচিত হয়েছেন। এবার বিখ্যাত কিছু চিত্রকর্মে অনুপ্রাণিত ফটোশুটে অংশ নিলেন তিনি। গতকাল (২০ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় এসব ছবি প্রকাশ করেছেন এই তারকা। এগুলো দেখে যথারীতি তার সৌন্দর্যের গুনগান চলছে।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নতুন ফটোশুটের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জয়া আহসান শুরুতেই উল্লেখ করেছেন, ভারতের প্রয়াত কিংবদন্তি চিত্রশিল্পী রাজা রবি বার্মার অসাধারণ চিত্রকর্মগুলোতে অনুপ্রাণিত হয়েছেন তিনি।

জয়া লিখেছেন, ‘আধুনিক শৈলীর সঙ্গে মিলিয়ে কিছু পুরনো শিল্পকে উপস্থাপনের চেষ্টা করেছি।’

জয়ার ছবিগুলো তুলেছেন ভারতীয় আলোকচিত্রী রণ জয়।

জয়ার নতুন ফটোশুটের ক্রিয়েটিভ নির্দেশনা, স্টাইলিং ও মেকআপ করেছেন প্রসেনজিৎ দাস ঋষভ।

জয়া আহসান অভিনীত পশ্চিমবঙ্গের ‘পুতুলনাচের ইতিকথা’ নির্বাচিত হয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে। এতে কুসুম চরিত্রে দেখা যাবে তাকে। কুসুমের স্বামী চিকিৎসক শশী চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘মা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায়।

আগামী ২৭ ডিসেম্বর দেশের বড় পর্দায় মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’। গতকাল সোশ্যাল মিডিয়ায় এর ট্রেলার শেয়ার দিয়েছেন তিনি। আকরাম খানের পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন ফারিয়া শামস সেঁওতি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, ইরেশ যাকের ও রওনক হাসান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ