Connect with us

সিনেমা হল

পাকিস্তানে শরিফুল রাজ ও বুবলীর ‘দেয়ালের দেশ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী ও শরিফুল রাজ (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

পাকিস্তানে মুক্তি পেলো চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির ‘দেয়ালের দেশ’। আজ (৩ জানুয়ারি) থেকে দেশটির বিভিন্ন সিনেমাহলে চলছে এটি। পাকিস্তানে এই সিনেমার পরিবেশনা করছে আমেরিকার এভেইল এন্টারটেইনমেন্ট।

‘দেয়ালের দেশ’ হলো মিশুক মনি পরিচালিত প্রথম সিনেমা। তিনিই এর চিত্রনাট্য লিখেছেন। এতে আরো অভিনয় করেছেন জিনাত শানু স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

গত বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’। শরিফুল রাজ ও শবনম বুবলীর হৃদয়ছোঁয়া অভিনয়ের পাশাপাশি ভিন্নধর্মী গল্প, নির্মাণ ও গান সমাদৃত হয়েছে দর্শকমহলে। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে এটি।

‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলী (ছবি: মেট্রো সিনেমা ফিল্মওয়ার্কস)

গত বছর পাকিস্তানে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তুফান’। এর আগে দেশটিতে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশি সিনেমা ছিল ‘মোনা: জ্বিন-২’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ