Connect with us

স্টার জোন

মেকআপ আর্টিস্টের সঙ্গে তাহসানের হলুদের ছবি দেখে বিয়ের খবর ভাইরাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রোজা আহমেদ ও তাহসান খান (ছবি: ফেসবুক)

নতুনভাবে জীবন শুরু করতে বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

আজ (৪ জানুয়ারি) তাহসান ও রোজার হলুদের ছবি প্রকাশ্যে আসার পর অল্প সময়ে ভাইরাল হয়ে গেছে। এগুলো দেখে অনেকে ধারণা করে নিয়েছেন তারা শুভ কাজ সেরে নিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছায় সিক্ত করেছেন দুইজনকে। বিনোদন অঙ্গনের অনেকে অভিনন্দন জানিয়েছেন তাদের।

তাহসান খান (ছবি: ফেসবুক)

দীর্ঘদিন ধরে তাহসানের ব্যক্তিজীবন নিয়ে জল্পনা চলছিলো। তিনি কাকে বিয়ে করেন সেই কৌতূহলের কমতি ছিলো না বিনোদন অঙ্গনে। অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা।

যদিও তাহসান জানিয়েছেন, বিয়ের আনুষ্ঠানিকতা এখনও বাকি! তিনি জানান, রোজার সঙ্গে ছবি দুটি একটি ঘরোয়া আয়োজনে তোলা।

রোজা আহমেদ (ছবি: ফেসবুক)

রোজা আহমেদ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্নাতক সম্পন্ন করেছেন। এরপর নিউইয়র্কের কুইন্সে রোজা’স ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন তিনি। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক মানের মেকআপ আর্টিস্ট এই তরুণী। তাই তাকে একজন সফল উদ্যোক্তা বলাই যায়। তিনি অনেক নারীকে মেকআপ আর্টিস্ট হওয়ার প্রশিক্ষণ দিয়েছেন ও অনেককে উদ্যোক্তা হতে সহযোগিতা করেছেন।

তাহসান খান (ছবি: ফেসবুক)

২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী-উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান খান। ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মুক দেখেন। তাদের মেয়ে আইরার বয়স এখন ১১ বছরের বেশি। ২০১৭ সালের ৪ অক্টোবর বিয়েবিচ্ছেদের ঘোষণা দিয়ে যৌথভাবে সম্পর্কের ইতি টেনেছিলেন তাহসান ও মিথিলা। মেয়ে আইরার অভিভাবকত্ব যৌথভাবে পালন করছেন তারা। আইরা বেশিরভাগ সময় মায়ের সঙ্গে থাকে।

২০১৯ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে গাঁটছড়া বাঁধেন মিথিলা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ