ওটিটি
‘অন্ধকারের গান’ দেখে শেষ দৃশ্যের কথা কেন বলছেন দর্শকরা
ওটিটির আলোচিত নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় প্রথমবার অভিনয় করলেন অভিনেতা মোশাররফ করিম। তাদের ‘অন্ধকারের গান’ নতুন বছরের প্রথম ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছে। এতে মুকুল চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছেন মোশাররফ। কেমন হলো তাদের এই সম্মিলিত কাজ?
‘অন্ধকারের গান’কে মোশাররফ করিম ও ভিকি জাহেদের অনবদ্য সৃষ্টি হিসেবে দেখছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় তারা বিভিন্ন মন্তব্য করেছেন। তাদের মতে, ভিকি জাহেদকে কেনো ‘মিস্টার টুইস্ট’ বলা হয় এই ওয়েব ফিল্মে আবার সেই প্রমাণ মিললো। বোরহান উদ্দিনের দৃষ্টিতে, ‘অসাধারণ কাজ। ভীষণ সুন্দর। শেষটা দারুণ।’
গল্পে দেখা যায়, গ্রামে পরিবার রেখে শহরে একজন ধনী ব্যক্তির কেয়ারটেকার হিসেবে চাকরি করে মুকুল। ঘরে অসুস্থ মা আর বউ-বাচ্চা। প্রতি মাসে তাদের জন্য টাকা পাঠায় সে। হঠাৎ মুকুল টাকা পাঠানো কমিয়ে দেয়, ফোন করাও বন্ধ করে দেয়। কারণ শহরে এক তরুণীর প্রেমে পড়েছে সে। তার জন্য নিজের পরিবারকে দূরে সরিয়ে দেয় মুকুল। একপর্যায়ে বিভিন্ন অপরাধে জড়াতে থাকে সে। ভালোবাসা কি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিলো? এটি কিভালোবাসা নাকি প্রতারণা?
মুকুলের স্ত্রী রুমালি চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অবহেলার শিকার এই নারী ধীরে ধীরে অন্ধকার জগতে জড়িয়ে পড়ে। সর্বশেষ হইচইয়ের ‘মহানগর’ ওয়েব সিরিজে মোশাররফ করিমের সঙ্গে মমকে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর আবার জোট বাঁধলেন তারা।
গার্মেন্ট শ্রমিক শাপলা চরিত্রে অভিনয় করেছেন শাহনাজ সুমি। হইচইয়ের আরেক সিরিজ ‘মোবারকনামা’য় মোশাররফ করিমের সহশিল্পী ছিলেন তিনি। এবার ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করলেন তারা।
সোশ্যাল মিডিয়ায় মুজতাহিদ হাসান কায়সার নামের এক দর্শক এই ওয়েব ফিল্মকে ১০-এ ৮ রেটিং দিয়েছেন। তার অভিজ্ঞতায়, ‘পুরোপুরি দেখার আগে ধারণাও করতে পারবেন না কাহিনির ফিনিশিং বা এন্ডিং কী হতে যাচ্ছে। খুব সাবলীলভাবে প্রতিটি অংশ এগিয়েছে। পুরো গল্পে একটি ধারণা নিয়ে এগিয়ে গেলেও শেষে সবার ভুল ভাঙবে। পরিচালক ভিকি জাহেদ মুন্সিয়ানা দেখিয়েছেন। আর মোশাররফ করিমের অভিনয় অসাধারণ!’
মো. তাজরুল মোশাররফ লিখেছেন, “সম্পর্কের বিভিন্ন জটিলতা নিয়ে নির্মিত অন্যরকম একটি ওয়েব ফিল্ম ‘ অন্ধকারের গান’। এতে রয়েছে থ্রিল, প্রেম-ভালোবাসা, লোভ, পারিবারিক টানাপোড়েন, সমাজে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা। মোশাররফ করিম বরাবরের মতো দুর্দান্ত অভিনয়ের জাদুতে আটকে রেখেছেন। সাদামাটা গৃহিণীর চরিত্রে জাকিয়া বারী মম’র অভিনয় খুবই সাবলীল লেগেছে। শাহনাজ সুমিও বেশ সাবলীল, তার চরিত্রে মায়াবী একটা ভাব আছে। গল্পের শুরু থেকে এটা হবে কিংবা ওটা হবে ভাবলেও শেষ পর্যন্ত যে টুইস্ট ছিলো, সেটা কল্পনার বাইরে।”
মোশাররফ করিম ও ভিকি জাহেদের রসায়নে একটি কাজের অপেক্ষায় ছিলেন অনেক দর্শক। রিয়া আলম তাদেরই একজন। সেই অপেক্ষার অবসান হলো নতুন বছরের শুরুতেই। তার পর্যালোচনায়, ‘অভিনয়ের সঙ্গে আবহ সংগীত মানানসই হয়েছে।’
ফুয়াদ আল শাওন ও এমকে রমজান নূর ‘অন্ধকারের গান’কে ১০-এ ৭.৫ রেটিং দিয়েছেন। এমকে রমজান নূর লিখেছেন, ‘ভালোবাসা, লোভ-লালসা ও প্রতিহিংসা চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ভিকি জাহেদ। মুকুল চরিত্রে মোশাররফ করিমের অভিব্যক্তিগুলো দারুণ। শেষ টুইস্ট পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে!’
ফুয়াদ আল শাওনের চোখে, “শেষের দৃশ্যে মোশারফ করিমের গলার কণ্ঠস্বর পর্যন্ত অভিনয় করেছে! ‘অন্ধকারের গান’ পরিবারের সবাই মিলে একসঙ্গে উপভোগ করার মতো একটি কনটেন্ট।”
মুহাম্মদ হেলাল খান ১০-এ ৭.৬ রেটিং দিয়েছেন। তার কথায়, ‘লোভ, ধোঁকা আর ভালোবাসার এই গল্পে রয়েছে এমন এক থ্রিলার, যা আপনাকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে। মুকুলের চরিত্রের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে ক্ষমতা ও প্রলোভন একজন সাধারণ মানুষকে ভেঙে দিতে পারে। অভিনয়ের মান এতোই ভালো যে মনে হবে তারা বাস্তবেই এই ঘটনাগুলোর মধ্যে বাস করছে। গ্রাম ও শহরের পরিবেশ খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
গত ৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে এসেছে এই ওয়েব ফিল্ম। মাত্র ১৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে এটি উপভোগ করা যাবে। দর্শকদের মতে, ‘পয়সা উসুল হয়ে যাবে।’
ওয়েব ফিল্মটিতে ইদ্রিস আলী চরিত্রে আছেন আবুল হায়াত। এতে আরো অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, রেজান শোভন, রেশমা খান, আলমগীর হোসেন, পঙ্কজ মজুমদার, আহনাফ সাবিত, কাদেরিয়া, মালতী সরকারসহ অনেকে। পরিচালনার পাশাপাশি রচনা ও চিত্রনাট্য করেছেন ভিকি জাহেদ। চিত্রগ্রহণে সুমন হোসেন। সম্পাদনা ও রং বিন্যাসে ষাইফ ঋাষেল।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস