Connect with us

ঢালিউড

সিয়ামের নতুন ‘জংলি’ লুক ভাইরাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র পোস্টারে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

‘জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল/মহামারী যতই থাকুক, মাংসাশীরা খায় না/দেখে না কাচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া’– এসব কথা নিয়ে সাজানো র‌্যাপ গান বাজছে নেপথ্যে। পর্দায় দেখা যাচ্ছে অভিনেতা সিয়াম আহমেদের চোখ বন্ধ। হঠাৎ তার চোখ খোলে। সেই চোখের মণিতে আগুনের ফুলকি ভাসে। সবশেষে রক্তখেকো জিহ্বা বের করে পৈশাচিক হাসি ফুটে ওঠে তার চোখে-মুখে। মোশন পোস্টারটির মাধ্যমে ঘোষণা দেওয়া হলো, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এই সিনেমা।

আজ (৯ জানুয়ারি) দুপুর ১টার সময় সিয়াম আহমেদ সোশ্যাল মিডিয়ায় বিশেষ ঘোষণার আভাস দিয়ে লিখেছেন, ‌“চুপ ছিলাম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।” এর আড়াই ঘণ্টা পর মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি।

 

View this post on Instagram

 

A post shared by Siam Ahmed (@siam.ahmed)

সিয়ামের ভয়াল রূপ প্রশংসা কুড়িয়েছে। নতুন পোস্টারটি বিনোদন অঙ্গনের অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে তাকে শুভকামনা জানিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে এটি ভাইরাল হয়ে গেছে।

‘জংলি’র জন্য নিজের নিবেদনের কথা জানাতে সামাজিক মাধ্যমে সিয়াম উল্লেখ করেন প্রায় সাত মাস চুল-দাড়ি কাটাননি তিনি। গত ৩১ ডিসেম্বর রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে এই তারকা লিখেছেন, “অভিনেতাদের জীবনে মাঝে মধ্যে এমন চরিত্র আসে যার জন্য সে নিজের সর্বস্ব দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবুও প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। একবছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।”

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস)

‘জংলি’তে প্রধান নারী চরিত্র হিসেবে থাকছেন চিত্রনায়িকা শবনম বুবলী। পাশাপাশি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। পর্দায় তার স্বল্প উপস্থিতি দেখা যাবে। তবে চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ।

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ, (ডানে) প্রার্থনা ফারদিন দীঘি (ছবি: ফিলম্যান প্রোডাকশন হাউস, ফেসবুক)

‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শান’-এর নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করছেন। ২০২৪ সালের শুরুতে ‘জংলি’র শুটিং শুরু হয়। গত বছর ফার্স্টলুক পোস্টার উন্মোচন করে ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দেওয়া হলেও কিছু অংশের কাজ বাকি থাকায় পিছিয়ে যায় এটি।

‘জংলি’র দৃশ্যে সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। সব গানের সুর ও সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। এরমধ্যে একটিতে ইমরানের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এর শিরোনাম ‘জনম জনম’।

‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ