Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠছে আজ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজক ও বিচারকরা (ছবি: ডিআইএফএফ)

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৩তম আসর শুরু হচ্ছে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে এর আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এবারের আসরে থাকছে ৭৫ দেশের ২২০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এরমধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ৪৪টি।

আজ (১১ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও চীনা সিনেমা প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক শু ইয়াং। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। এছাড়া থাকবেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। সংগীত পরিবেশন করবে জলের গান ব্যান্ড।

‘মুন ম্যান’ সিনেমার পোস্টার (ছবি: মাহুয়া ফানেজ)

উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনের ঝ্যাং চিউ পরিচালিত ‘মুন ম্যান’। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস চীন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পোস্টার প্রদর্শনীর উদ্বোধন হবে।

উৎসবের একমাত্র প্রতিযোগিতা বিভাগ এশিয়ান সিনেমা প্রতিযোগিতা। এশিয়ার বিভিন্ন দেশের ১৭টি সিনেমা রয়েছে এতে। এর মধ্য থেকে সেরা সিনেমা নির্বাচন করবে পাঁচ সদস্যের জুরি বোর্ড। তাদের মধ্যে অন্যতম অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সেরা সিনেমা পাবে একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ এক লাখ টাকা। এছাড়া সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা চিত্রগ্রাহক ও সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার হিসেবে থাকছে সার্টিফিকেট ও ক্রেস্ট।

এবারের রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হবে রাশিয়ার স্বনামধন্য নির্মাতা আলেক্সি ফেদোরচেনকোর ছয়টি সিনেমা। এছাড়া বাংলাদেশ প্যানারোমা বিভাগে ১০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা, ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে চীনের ১৫টি সিনেমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে ৪৩ দেশের বাছাইকৃত সমকালীন ৩৯টি সিনেমা, চিলড্রেন্স বিভাগে ১০টি শিশুতোষ সিনেমা, স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে ১৭টি সিনেমা, উইমেন ফিল্মমেকারস সেশনে দেশি-বিদেশি ২৭টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা থাকছে। এছাড়া শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম বিভাগে রয়েছে ২৭টি কাজ।

‘পদাতিক’ ছবির একটি দৃশ্যে মনামী ঘোষ ও চঞ্চল চৌধুরী (ছবি: ফ্রেন্ডস কমিউনিশেন্স)

ভারতের কয়েকটি সিনেমা আছে উৎসবর লাইনআপে। এগুলো হলো সৃজিত মুখার্জির ‘পদাতিক’, শমীক রায়চৌধুরীর ‘বেলাইন’, সিদ্ধার্থ জাটলা পরিচালিত ‘ইন দ্য বেলি অব অ্যা টাইগার’, অভিলাষ শর্মার ‘সোয়াহা’ ও উজ্জ্বল পলের ‘ক্লার্ক’।

জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়ামসহ বেশ কয়েকটি মিলনায়তনে সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করা যাবে। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে মিলবে।

উৎসবের অংশ হিসেবে আগামীকাল ও ১৩ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে রয়েছে ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও চীনের পরিচালক-লেখক ঝ্যাং ইয়ুদি। কনফারেন্স পরিচালনা করবেন সাদিয়া খালিদ ঋতি।

আগামী ১৭ ও ১৮ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে তৃতীয়বারের মতো হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে এই আয়োজনে কথা বলবেন চীনের লেখক-পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের প্রযোজক-পরিবেশক অগি হোফার্ট ও বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজে নিবন্ধনের মাধ্যমে মাস্টারক্লাসে অংশ নিতে পারবেন আগ্রহীরা। এক্ষেত্রেও ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অংশ নেওয়া যাবে।

‘বলী’ সিনেমার দৃশ্যে নাসির উদ্দিন খান (ছবি: অ্যাপলবক্স ফিল্মস লিমিটেড)

জুলাই অভ্যুত্থান বিষয়ক কয়েকটি বিশেষ প্রদর্শনী রাখছেন আয়োজকরা। ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা নামবে ১৯ জানুয়ারি। সমাপনী সিনেমা হিসেবে থাকছে ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সিনেমাওয়ালা প্রচ্ছদ