Connect with us

স্টার জোন

‘হাসি দিয়ে বোঝাতে চাইলাম চিন্তা কোরো না, বেঁচে আছি ভাই!’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

অভিনেতা মুশফিক আর. ফারহান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ছোট পর্দার এই তারকা। প্রেশারজনিত সমস্যার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে থাকতে হয়েছে তাকে। তবে এখন তিনি বেশ ভালো আছেন। 

গতকাল (৯ জানুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটের সময় সোশ্যাল মিডিয়ায় মুশফিক আর. ফারহান লিখেছেন, ‘ছয় দিন পর ফিরছি বাসায়… এই ছয় দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরো একবার! আমাকে দেখতে এসেছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী, প্রযোজক, পরিচালক, সহকর্মী, প্রিয় দর্শকেরা… আমি সবাইকে দেখে মুচকি হাসছি… কী বলবো বুঝতে পারছি না। হাসি দিয়ে বোঝাতে চাইলাম চিন্তা কোরো না, বেঁচে আছি ভাই! শুধু সবার চোখে-মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম। আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ, অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম। আর ভাবছি যারা এতো ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে বাঁচতে হবে। এবারের যাত্রায় বাসায় ফিরছি।’

মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

হাসপাতালে থাকাকালে যারা উৎকণ্ঠায় ছিলেন তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি মুশফিক আর. ফারহান। তিনি আরো লিখেছেন, ‘আমার প্রিয় দর্শক, সাংবাদিক, সহকর্মী, কলাকুশলী যারাই আমার খোঁজ-খবর নিয়মিত নিয়েছেন এই ক’দিন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি, ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই ফারহানকে বাঁচিয়ে রাখবে। ভালোবাসা সবার জন্য।’

হাসপাতালে মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার সময় একটি নাটকের শুটিংয়ে ঢাকার বাইরে যেতে জামা-কাপড় গোছাচ্ছিলেন মুশফিক আর. ফারহান। তখন জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ কারণে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রেশার ৫০/৭০-এ নেমে এসেছিলো। ধারণা করা হচ্ছে, আবহাওয়ার তাপমাত্রা কম থাকার কারণে এমন হতে পারে।

মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

গত ১ জানুয়ারি মুক্তি পেয়েছে তৌফিকুল ইসলাম পরিচালিত মুশফিক আর. ফারহানের নতুন নাটক ‘সুইট ফ্যামিলি’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। তিনিও হাসপাতালে সহকর্মীকে দেখতে গিয়েছিলেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ