Connect with us

সিনেমা হল

মোশাররফ করিম ও পার্নোর ‘বিলডাকিনি’র মুক্তিযাত্রা ঘোষণা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম ও পার্নো মিত্র (ছবি: ডাটা সলিউশন)

বড় পর্দায় আসছে অভিনেতা মোশাররফ করিমের নতুন সিনেমা ‘বিলডাকিনি’। এর প্রথম পোস্টারে তার পাশাপাশি দেখা গেছে ওপার বাংলার অভিনেত্রী পার্নো মিত্রকে। তারাই সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। নুরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস অবলম্বনে ‘বিলডাকিনি’ পরিচালনা করেছেন ফজলুল কবীর তুহিন। 

গতকাল (১০ জানুয়ারি) যেখানে সিনেমাটির শুটিং হয়েছে, সেখানে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন মোশাররফ করিম। সেই সঙ্গে কেক কেটে ঘোষণা দেওয়া হয়, আগামী ২৪ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে ‘বিলডাকিনি’। তখন ছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।

‘বিলডাকিনি’ সিনেমার পোস্টার উন্মোচন উপলক্ষে কেক কাটার আয়োজন (ছবি: ডাটা সলিউশন)

পোস্টার উন্মোচন পর্বে মোশাররফ করিম বলেন, ‘এটি আমার প্রিয় একটি সিনেমা। এর প্রধান কারণ হলো, ‘বিলডাকিনি’ আমাদের সমাজ, সমাজের সমস্যা, সমস্যা থেকে উত্তরণ, মানুষের অমানুষ হয়ে ওঠা ও অমানুষকে মানুষ করার কথা বলে। ব্যক্তিগতভাবে এতে অভিনয় করে আমি সন্তুষ্ট ও তৃপ্ত।’

দর্শকদের উদ্দেশে মোশাররফ করিমের আহ্বান, ‘আমাকে আপনারা পছন্দ করেন বলেই মনে করি। সিনেমাটি আপনারা দেখবেন সেই প্রত্যাশা করি একটাই কারণে, সেটা হলো এটি আমাদের গল্প, আমাদের সিনেমা। আপনারা সবসময় আমাদের কাজগুলো ভালোবেসে এসেছেন বলেই অনুপ্রেরণা পাচ্ছি। আমরা দেশের ও সমাজের কথা বলতে চাই। আমাদের সেই বলতে চাওয়ার পেছনের কারণ আপনারা। আমাদের সিনেমা নির্মাণের ক্ষেত্রে এবারও আপনারা আপনাদের ভূমিকাটা রাখবেন কামনা করছি।’

‘বিলডাকিনি’ সিনেমার পোস্টারের সামনে ফজলুল কবীর তুহিন ও মোশাররফ করিম (ছবি: ডাটা সলিউশন)

নির্মাতা ফজলুল তুহিন বলেন, ‘একজন নারী ও তার মাতৃত্বের স্বাধীনতার প্রশ্নে অসম্ভব লড়াইয়ের গল্প দেখা যাবে এই সিনেমায়। দর্শকরা চিরায়ত বাংলার রূপ পাবেন এতে। একইসঙ্গে মানুষের চিরায়ত দুঃখও তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের অভ্যন্তরীণ যন্ত্রণার সঙ্গে তাদের আত্মবিশ্বাস ও ভালোবাসার অনুপ্রেরণা মিশে আছে।”

পার্নো মিত্র (ছবি: ফেসবুক)

‘বিলডাকিনি’তে বাউলের সন্তান মানিক মাঝি চরিত্রে আছেন মোশাররফ করিম। পার্নোর চরিত্রের নাম হানুফা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমার মাধ্যমে বাংলাদেশে প্রথমবার কাজ করেন।

পার্নো মিত্র (ছবি: ফেসবুক)

সরকারি অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। এর শুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর ও বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ