Connect with us

সিনেমা হল

অবশেষে আসছে ‘রিকশা গার্ল’, নতুন ট্রেলারে মুক্তির তারিখ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রিকশা গার্ল’ সিনেমায় নরেশ ভূঁইয়া ও নভেরা রহমান (ছবি: হাফ স্টপ ডাউন)

দেশ-বিদেশের ৩০টিরও বেশি ফিল্ম ফেস্টিভ্যাল ঘোরার পর অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ এবার মুক্তি পাচ্ছে সিনেমাহলে। এর মধ্য দিয়ে দর্শকদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে।

গতকাল (১২ জানুয়ারি) ইউটিউবে বঙ্গ চ্যানেলে এসেছে ‘রিকশা গার্ল’ সিনেমার ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের নতুন ট্রেলার। এতে উল্লেখ রয়েছে, আগামী ২৪ জানুয়ারি থেকে দেশের সিনেমাহলে মুক্তি পাচ্ছে এটি।

অমিতাভ রেজা চৌধুরী (ছবি: হাফ স্টপ ডাউন)

‘আয়নাবাজি’র পর ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা। এটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে বড় পর্দায় আসছে এই সিনেমা।

‘রিকশা গার্ল’ সিনেমায় নভেরা রহমান (ছবি: হাফ স্টপ ডাউন)

‘রিকশা গার্ল’ সিনেমার গল্প শিল্পমনা মেয়ে নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে ভালো লাগে তার। কিন্তু দরিদ্র পরিবারে একমাত্র উপার্জনক্ষম বাবা অসুস্থ হওয়ার কারণে প্রতিকূলতার সম্মুখীন হয় সে। ছবি এঁকে তো আর জীবিকা নির্বাহ করা যায় না, তাই নিরুপায় মেয়েটি রিকশা চালায় রাস্তায়।

‘রিকশা গার্ল’ সিনেমায় নভেরা রহমান ও নাসির উদ্দিন খান (ছবি: হাফ স্টপ ডাউন)

নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়া আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র, নাসির উদ্দিন খান, অশোক বেপারী, জাহাঙ্গীর আলমসহ অনেকে। অতিথি চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে।

‘রিকশা গার্ল’ সিনেমার পোস্টারে নভেরা রহমান (ছবি: হাফ স্টপ ডাউন)

যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। প্রযোজনায় ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, এমএইচএম শিহাব আহমেদ সিরাজী। নির্বাহী প্রযোজনায় এরিক জে. অ্যাডামস।

‘রিকশা গার্ল’ সিনেমায় নভেরা রহমান (ছবি: হাফ স্টপ ডাউন)

৩৯তম শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট অব ফেস্ট’ পুরস্কার পেয়েছে ‘রিকশা গার্ল’। ২০২১ সালে জার্মানির শ্লিঙ্গেল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জুনিয়র ফিল্ম শাখায় এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে এটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ