Connect with us

স্টার জোন

বাবাকে হারালেন রায়হান রাফী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

বাবা সিরাজ উদ্দিন চৌধুরীর সঙ্গে রায়হান রাফী (ছবি: ফেসবুক)

বাবা হারালেন নির্মাতা রায়হান রাফী। তার বাবা সিরাজ উদ্দিন চৌধুরী গতকাল দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়। শেষ পর্যন্ত আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

রায়হান রাফীর পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন তার সহকর্মীসহ অনেকে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ