Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বিনামূল্যে চঞ্চলের ‘পদাতিক’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: ফ্রেন্ডস কমিউনিকেশন)

ভারতের খ্যাতিমান ফিল্মমেকার মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এ চঞ্চল চৌধুরীর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু বাংলাদেশের দর্শকদের কাছে সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমা ছিলো অধরা। ২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এটি দেখার সুযোগ এসেছে। আজ (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিনামূল্যে উপভোগ করা যাবে সিনেমাটি।

উৎসবের সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে নির্বাচিত হয়েছে ‘পদাতিক’। এর প্রদর্শনীতে চঞ্চল ও সৃজিত মুখার্জির অংশ নেওয়ার কথা রয়েছে।

‘পদাতিক’ ছবির একটি দৃশ্যে মনামী ঘোষ ও চঞ্চল চৌধুরী (ছবি: ফ্রেন্ডস কমিউনিশেন্স)

২০২৪ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘পদাতিক’। নামটি মৃণাল সেনের একটি সিনেমার নাম থেকে নেওয়া। এতে তাঁর শৈশব থেকে শুরু করে ফিল্মমেকিংয়ে আসার ঘটনা ও ব্যক্তিজীবনের অজানা গল্প তুলে ধরা হয়েছে।

‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)

‘পদাতিক’ পশ্চিমবঙ্গে চঞ্চল চৌধুরীর প্রথম সিনেমা। এতে মধ্যবয়সী ও পূর্ণবয়স্ক মৃণাল সেনের অবয়বে দর্শকদের সামনে এসেছেন তিনি। মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন কোরাক সামন্ত, সম্রাট চক্রবর্তীসহ অনেকে।

চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জি (ছবি: ফেসবুক)

নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ‘পদাতিক’। এটি পরিচালনার পাশাপাশি সম্পাদনা করেছেন সৃজিত মুখার্জি। ফ্রেন্ডস কমিউনিকেশন এবং বিগ স্ক্রিন প্রোডাকশন্স হাউসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ফিরদাউসুল হাসান ও প্রবাল হালদার। সহ-প্রযোজনায় শুভজিৎ মণ্ডল।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ