Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

বাফটা ২০২৫: সর্বাধিক একডজন মনোনয়ন পেলো যে সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) ‘উইকেড’ সিনেমায় সিনথিয়া এরিভো, ‘কনক্লেভ’ সিনেমায় র‌্যালফ ফাইনস, ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় সেলিনা গোমেজ ও অ্যা কমপ্লিট আননোন’ সিনেমায় টিমোতি শালামে (ছবি: এক্স)

বাফটা অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরে সর্বাধিক ১২টি মনোনয়ন পেয়েছে ‘কনক্লেভ’। গতকাল (১৫ জানুয়ারি) ইংল্যান্ডের লন্ডন থেকে ইউটিউব ও টুইটারে লাইভের মাধ্যমে মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমার মধ্য থেকে সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবার।

আলোচিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’ দ্বিতীয় সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছে। এছাড়া ‘দ্য ব্রুটালিস্ট’ ৯টি, ‘আনোরা’, ‘ডুন: পার্ট টু’ ও ‘উইকেড’ ৭টি করে, ‘অ্যা কমপ্লিট আননোন’ ও ‘নিক্যাপ’ ৬টি করে এবং ‘নসফেরাটু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ ৫টি করে মনোনয়ন বাগিয়ে নিয়েছে।

আগামী ১৬ ফেব্রুয়ারি লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। টানা দ্বিতীয়বারের মতো ব্রিটেনের চলচ্চিত্র বিষয়ক শীর্ষ সম্মান বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন স্কটিশ অভিনেতা ডেভিড টেন্যান্ট।

বাফটা অ্যাওয়ার্ডস (ছবি: বাফটা)

৭৮তম বাফটা অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা
সিনেমা
আনোরা (নিয়ন), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (সার্চলাইট পিকচার্স), কনক্লেভ (ফোকাস ফিচার্স), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

অসাধারণ ব্রিটিশ সিনেমা
বার্ড, ব্লিৎজ, কনক্লেভ (ফোকাস ফিচার্স), গ্ল্যাডিয়েটর টু, হার্ড ট্রুথস, নিক্যাপ, লি, লাভ লাইস ব্লিডিং, দ্য আউটরান, ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজ্যান্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)

অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), টিমোতি শালামে (অ্যা কমপ্লিট আননোন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), র‌্যালফ ফাইনস (কনক্লেভ), সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস),  হিউ গ্র্যান্ট (হেরেটিক)

অভিনেত্রী
সিনথিয়া এরিভো (উইকেড), কার্লা সোফিয়া গ্যাসকন (এমিলিয়া পেরেজ), ম্যারিয়ান জন-বাপ্টিস্ট (হার্ড ট্রুথস), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), সার্শা রোনান (দ্য আউটরান)

পার্শ্ব অভিনেতা
ইউরা বরিসভ (আনোরা), কিয়েরান কালকিন (অ্যা রিয়েল পেইন), ক্লারেন্স ম্যাকলিন (সিং সিং), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস)

পার্শ্ব অভিনেত্রী
সেলিনা গোমেজ (এমিলিয়া পেরেজ), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট), জেমি লি কার্টিস (দ্য লাস্ট শোগার্ল), ইজাবেলা রসেল্লিনি (কনক্লেভ), জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

পরিচালক
শন বেকার (আনোরা), ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট), এডওয়ার্ড বার্গার (কনক্লেভ), ডেনি ভিলন্যুভ (ডুন: পার্ট টু), জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স)

অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক
হোর্ড (পরিচালক: লুনা কারমুন), নিক্যাপ (পরিচালক: রিচ পেপিয়াট), মাঙ্কি ম্যান (পরিচালক: দেব প্যাটেল), সন্তোষ (পরিচালক: সন্ধ্যা সুরি, প্রযোজক: জেমস বাউশার, বালথাজার ডি গানায়), সিস্টার মিডনাইট (পরিচালক: করণ কান্ধারি)

অ-ইংরেজি ভাষার সিনেমা
অল উই ইমাজিন অ্যাজ লাইট (ভারত), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), নিক্যাপ (যুক্তরাজ্য), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান)

প্রামাণ্যচিত্র
ব্ল্যাক বক্স ডায়েরিস, ডটার্স, নো আদার ল্যান্ড, সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি, উইল অ্যান্ড হারপার

অ্যানিমেটেড সিনেমা
ফ্লো (সাইডশো, জেনাস ফিল্মস), ইনসাইড আউট টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স), ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স), দ্য ওয়াইল্ড রোবট (ইউনিভার্সেল পিকচার্স)

শিশুতোষ ও পারিবারিক সিনেমা
ফ্লো (সাইডশো, জেনাস ফিল্মস), কেনসুকে’স কিংডম, ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজ্যান্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স), দ্য ওয়াইল্ড রোবট (ইউনিভার্সেল পিকচার্স)

মৌলিক চিত্রনাট্য
আনোরা (শন বেকার), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কর্বেট, মোনা ফাস্টফল্ড), নিক্যাপ (রিচ পেপিয়াট), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ)

রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমাস বাইগেইন, নিকোলাস লিভেশি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কোয়েডার)

ইই বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোট)
মারিসা আবেলা, জ্যারেল জেরোম, ডেভিড জনসন, মাইকি ম্যাডিসন, নেভান রিজওয়ান

মৌলিক আবহ সংগীত
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ), কনক্লেভ (ফলকার বারটেলম্যান), এমিলিয়া পেরেজ (ক্লেমোঁ দুকল, কামিল), নসফেরাটু (রবিন ক্যারোল্যান), দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স)

কাস্টিং
আনোরা, দি অ্যাপ্রেন্টিস, অ্যা কমপ্লিট আননোন, কনক্লেভ, নিক্যাপ

চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট, কনক্লেভ, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, নসফেরাটু

পোশাক পরিকল্পনা
ব্লিৎজ, অ্যা কমপ্লিট আননোন, কনক্লেভ, নসফেরাটু, উইকেড

সম্পাদনা
আনোরা, কনক্লেভ, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, নিক্যাপ

শিল্প নির্দেশনা
দ্য ব্রুটালিস্ট, কনক্লেভ, ডুন: পার্ট টু, নসফেরাটু, উইকেড

রূপসজ্জা ও চুলসজ্জা
ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, নসফেরাটু, দ্য সাবস্ট্যান্স, উইকেড

শব্দ
ব্লিৎজ, ডুন: পার্ট টু, গ্ল্যাডিয়েটর টু, দ্য সাবস্ট্যান্স, উইকেড

স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস
বেটার ম্যান, ডুন: পার্ট টু, গ্ল্যাডিয়েটর টু, কিংডম অব দ্য প্লানেট অব দ্য অ্যাপস, উইকেড

ব্রিটিশ শর্টফিল্ম
দ্য ফ্লাওয়ার্স স্ট্যান্ড সাইলেন্টলি, উইটনেসিং; ম্যারিয়ন, মিল্ক, রক পেপার সিজারস, স্টমাক বাগ

ব্রিটিশ অ্যানিমেটেড শর্টফিল্ম
আদিওস, মগ’স ক্রিসমাস, ওয়েন্ডার টু ওয়ান্ডার

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ