Connect with us

ঢালিউড

বুবলীর মুখ কেনো খাঁচার ভেতর

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘পিনিক’ সিনেমার পোস্টারে শবনম বুবলী (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

মাথায় হিজাব। চোখে কালো সানগ্লাস। একটি খাঁচার ভেতর চিত্রনায়িকা শবনম বুবলীর এমন মুখাবয়ব। পাশে রহস্যময় কথা লেখা নিচে উল্লেখ রয়েছে ট্যাগলাইন, ‘ভালো-মন্দের ঊর্ধ্বে’। ‘পিনিক’ সিনেমার পোস্টারে এভাবেই দেখা গেলো তাকে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি। 

জানা গেছে, ‘পিনিক’-এ নেতিবাচক চরিত্রে দর্শকদের সামনে হাজির হবেন বুবলী। আট বছরের ক্যারিয়ারে এবারই প্রথম এমন চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি অনেকদিন ধরে এমন চরিত্রে অভিনয় করতে চেয়েছি, যাকে দেখে দর্শক চমকে উঠবে। এটি তেমনই চরিত্র।’

‘পিনিক’ সিনেমায় মূল নায়ক হিসেবে থাকছেন আদর আজাদ। গত বছরের নভেম্বরে বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে তার স্থিরচিত্র সংবলিত একটি পোস্টার উন্মোচন হয়। এর চিত্রনাট্য লিখেছেন আখিউজ্জামান মেনন।

‘পিনিক’ সিনেমার পোস্টারে আদর আজাদ (ছবি: এআর মুভি নেটওয়ার্ক)

এ নিয়ে তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করলেন শবনম বুবলী ও আদর আজাদ। এর আগে ‘তালাশ’ (২০২৩) ও ‘লোকাল’ (২০২৪) সিনেমায় দেখা গেছে তাদের।

‘পিনিক’ পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। তার আশা, ‘সিনেমাটি দর্শকদের এক ঘোরের জগতে নিয়ে যাবে।’

শবনম বুবলী (ছবি: রাকেশ রাকিব)

প্রযোজক আশরাফ কিটোর প্রত্যাশা, বক্স অফিসে ঝড় তুলবে ‘পিনিক’। তিনি জানান, কক্সবাজার শহর ও রামুতে গত বছরের নভেম্বরে শুটিং হওয়া এই সিনেমায় এমন কিছু দৃশ্য আছে, যা দর্শকরা আগে কখনো দেখেনি। ফলে ঈদে ‘পিনিক’ হবে রুপালি পর্দার বড় চমক।

সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, শরীফ সিরাজ, আশরাফ কিটু, এল আর খান সীমান্ত, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, সানজীদ রহমান খান, নাফিস আহমেদ, আফফান মিতুল, জয়ীতা মহলানবীশসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজনায় অথবা আর্টসটেইনমেন্ট। পরিবেশনায় এআর মুভি নেটওয়ার্ক।

শবনম বুবলী (ছবি: রাকেশ রাকিব)

আগামী ঈদুল ফিতরে ‘পিনিক’ ছাড়াও এম রাহিম পরিচালিত ‘জংলী’তে দেখা যাবে শবনম বুবলীকে। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘রিভেঞ্জ’। এর আগে মুক্তি পায় ‘দেয়ালের দেশ’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ