ফিল্ম ফেস্টিভ্যাল
দর্শকভোটে সেরা চঞ্চলের ‘পদাতিক’, পুরস্কার পেলো আরো যেসব সিনেমা
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২৩তম আসরের পর্দা নামলো। এবার দর্শকভোটে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’। ভারতের খ্যাতিমান ফিল্মমেকার মৃণাল সেনের বায়োপিক এটি। এতে প্রয়াত নির্মাতার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। উৎবের সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে নির্বাচিত হয় ‘পদাতিক’।
গতকাল (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এবারের আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়। সেরা শিশুতোষ সিনেমা হিসেবে বাদল রহমান পুরস্কার পেয়েছে রাশিয়ার মাইকেল লুকাচেভস্কি পরিচালিত ‘হোয়্যার দ্য হোয়াইট ক্রেনস ড্যান্স’।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা বিচারকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দেশীয় সিনেমা ও ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য বেশ কিছু ভবিষ্যৎ পদক্ষেপের কথা জানান তিনি। উৎসবের স্থায়ী ভেন্যু, নির্দিষ্ট বাজেট ও বছরব্যাপী কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন এই নির্মাতা। তার আশা, ভবিষ্যতে এ ধরনের কাজের ধারা অব্যাহত থাকবে।
সমাপনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছে জলতরঙ্গ নৃত্যদল। পুরস্কার বিতরণ শেষে দেখানো হয় সমাপনী সিনেমা ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’। বাংলাদেশে এটাই ছিলো এর উদ্বোধনী প্রদর্শনী।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গত ১১ জানুয়ারি শুরু হয় এবারের ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। ১০টি ভিন্ন ভিন্ন শাখায় ৭৫ দেশের ২০৩টি সিনেমা নিয়ে ঢাকার পাঁচ ভেন্যুতে ছিল ৯ দিনের এই আয়োজন।
২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা
অডিয়েন্স অ্যাওয়ার্ড
পদাতিক (সৃজিত মুখার্জি, ভারত)
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড
দ্য গার্ডিয়ান অব অনার (হোসেলিতো আলতারেহোস, ফিলিপাইন)
চিলড্রেন ফিল্মস সেশন
সেরা শিশুতোষ সিনেমা (বাদল রহমান অ্যাওয়ার্ড)
হোয়্যার দ্য হোয়াইট ক্রেনস ড্যান্স (মাইকেল লুকাচেভস্কি, রাশিয়া)
বাংলাদেশ প্যানোরামা: পূর্ণদৈর্ঘ্য শাখা
ফিপরেসি অ্যাওয়ার্ড
প্রিয় মালতী (শঙ্খ দাশগুপ্ত)
বাংলাদেশ প্যানোরামা: ট্যালেন্ট শাখা
সেরা শর্টফিল্ম (ফিপরেসি অ্যাওয়ার্ড)
অ্যা লেজি নুন (মনন মুনতাকা)
প্রথম রানার-আপ (শর্টফিল্ম)
ফুলেরা পোশাক পরে না (আসিফ ইউ হামিদ)
দ্বিতীয় রানার-আপ (শর্টফিল্ম)
পৈতৃক ভিটা (মোবারক হোসেন)
এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা শাখা
সেরা সিনেমা
সানডে (শোকির খোলিকভ, উজবেকিস্তান)
স্পেশাল মেনশন (পরিচালনা)
মাহমুদ কালারি (সামার টাইম, ইরান)
সেরা অভিনেতা
রায়ান সারলাক (সামার টাইম, ইরান)
সেরা অভিনেত্রী
দিমান জান্দি (মেলোডি; ইরানি, তাজিকিস্তান)
সেরা পরিচালক
হাওফেং শু, জানফেং শু (হান্ড্রেড ইয়ার্ডস, চীন)
সেরা চিত্রনাট্য
তাকাতো নিশি, নরিকো ইয়াসা (পারফর্মিং কাওরু’স ফিউনেরাল, জাপান)
সেরা চিত্রগ্রহণ
দিলসেত জানান (হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো, তুরস্ক)
নারী নির্মাতা শাখা
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা
কুম্ভ, হুইচ কামস ফ্রম সাইলেন্স (সারাহ মালেগল, ফ্রান্স)
সেরা শর্টফিল্ম
স্কারলেট (মারিয়া বোবফা, বুলগেরিয়া)
সেরা পরিচালক
আগুস্তিনা সানচেজ গাভিয়ের (আওয়ার ওন শ্যাডো; আর্জেন্টিনা, জার্মানি)
স্পেশাল মেনশন
নট জাস্ট অ্যানি ডে (ক্লাভদিয়া করশুনোভা; মলডোভা, রাশিয়া)
স্পিরিচ্যুয়াল ফিল্ম শাখা
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা
দি অ্যালিয়েন (আইভান সাসনিন, রাশিয়া)
সেরা শর্টফিল্ম
মন্টে ক্লেরিগো (লুইস ক্যাম্পোস, পর্তুগাল)
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড
ইন দ্য নেম অব ফায়ার (অভিলাষ শর্মা, ভারত)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস