স্টার জোন
যে কারণে শিল্পী সমিতিতে নিপুণের সদস্যপদ স্থগিত

নিপুণ আক্তার (ছবি: ফেসবুক)
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারি সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিপুণের বিরুদ্ধে অভিযোগ, কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া একটি বিবৃতি দেন তিনি। এটি পুরোপুরি নিয়মবহির্ভূত। নিজেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে পরদিন সোশ্যাল মিডিয়ায় সেই বিবৃতি শেয়ার করেন তিনি। এ নিয়ে তখন ভীষণ সমালোচনা হয়।

নিপুণ আক্তার (ছবি: ফেসবুক)
গত বছরের ৩০ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির ষষ্ঠ সভায় নিপুণের নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহারের ঘটনা সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বাধীন কমিটিতে উত্থাপিত হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলো সংগঠনটি। এর আগে তার বিরুদ্ধে সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে সংবাদমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে।

নিপুণ আক্তার (ছবি: ফেসবুক)
এসবের কোনো উত্তর দেননি নিপুণ। তাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নীতিমালা অনুযায়ী তার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
গত ১০ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় নিপুণকে বাধা দেওয়া হয়। এরপর বিমাবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি ঢাকার বনানীতে নিজের বাসায় ফিরে যান।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তিকে নেওয়া হয়েছে। নির্বাহী সদস্যপদ শূন্য থাকায় তাকে মনোনীত করা হয়েছে। গত ১৯ জানুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে মুক্তিকে শপথ পড়ানো হয়। তখন কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন।

রুমানা ইসলাম মুক্তি (ছবি: ফেসবুক)
জানা গেছে, বেশকিছু দিন ধরে কার্যনির্বাহী সদস্যপদ শূন্য ছিলো। চিত্রনায়িকা শাহনূর পরপর তিনটির অধিক বৈঠকে অনুপস্থিত থাকায় কার্যকরী পরিষদ তাকে কারণ দর্শানের নোটিশ দেয়। তবে কোনো চিঠির উত্তর না পাওয়ায় ও সমিতির সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিছিন্ন থাকায় গঠনতন্ত্র অনুযায়ী তার পদ শূন্য হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহনূরের স্থলাভিষিক্ত করা হয়েছে মুক্তিকে।
মুক্তি বলেন, ‘আগে থেকেই শিল্পী সমিতির জন্য নিবেদিত ছিলাম। সবসময় সংগঠনটির পাশে থেকেছি। শিল্পীদের জন্য কিছু করার চেষ্টা করেছি। তবে কমিটিতে থাকলে কাজ করতে সুবিধা হয়। সেই ভাবনা থেকে কমিটিতে যুক্ত হয়েছি। ইতোমধ্যে শিল্পীদের কথা ভেবে বেশকিছু পরিকল্পনা করেছি। শিগগিরই সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করবো।’

রুমানা ইসলাম মুক্তি (ছবি: ফেসবুক)
রুমানা ইসলাম মুক্তি অভিনেত্রী আনোয়ারার মেয়ে। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ‘চাঁদের আলো’তে ওমর সানীর বিপরীতে চিত্রনায়িকা হিসেবে দর্শকদের সামনে প্রথমবার হাজির হন তিনি। হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় ছুঁয়েছেন মুক্তি। এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমায় অভিনয় করেন তিনি। তবে পরে পারিবারিক কারণে সিনেমায় নিয়মিত থাকতে পারেননি। অভিনয়ে না থাকলেও সিনেমার বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস