Connect with us

বলিউড

হাসপাতাল থেকে সেই ফ্ল্যাটেই ফিরলেন সাইফ আলি খান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সাইফ আলি খান (ছবি: এক্স)

বাঁ হাতের কব্জিতে ব্যান্ডেজ। ক্লিনশেভ লুক। চোখে সানগ্লাস। বুকখোলা সাদা শার্ট ও ডেনিম জিন্সে যথারীতি সুদর্শন। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে এভাবেই দেখা গেলো বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৫৪ বছর বয়সী এই তারকা। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল (২১ জানুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাইফ। গাড়িতে চালকের পাশের আসনে বসে টিভি ক্যামেরা ও ছবিশিকারীদের দিকে ব্যান্ডেজ বাঁধা হাত নেড়ে ধন্যবাদ জানান তিনি। হাসপাতাল থেকে বের হওয়ার পর ও বাড়িতে ঢোকার সময় তাকে স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা গেছে। যে ফ্ল্যাটে রক্তাক্ত হয়েছিলেন বান্দ্রা এলাকার অভিজাত সেই সৎগুরু শরণ আবাসনেই ফিরেছেন তিনি। তখন তার জন্য ছিলো কড়া নিরাপত্তা।

কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

সৎগুরু শরণ আবাসনের মূল ফটকের বাইরে দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের দিকে হাসিমুখে হাত নেড়ে নমস্কার জানিয়েছেন সাইফ। বুড়ো আঙুল তুলে বুঝিয়ে দিয়েছেন পুরোপুরি চাঙ্গা আছেন তিনি। তবে হাতের পাশাপাশি গলায় ব্যান্ডেজ আছে তার। তাকে হাসপাতাল থেকে নিয়ে যেতে এসেছিলেন স্ত্রী কারিনা কাপুর খান ও মা শর্মিলা ঠাকুর।

সাইফ আলি খান (ছবি: এক্স)

গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে ১২ তলায় সাইফের ফ্ল্যাটে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। সাইফ-কারিনার ছোট ছেলে জেহের ঘরের সামনে লোকটিকে দেখে ফেলেন একজন নারী গৃহকর্মী। তার চিৎকারে ছুটে আসেন আরেক নারী গৃহকর্মী ও সাইফ। এরপর শুরু হয় হাতাহাতি। তখন ধারালো ছুরি দিয়ে চড়াও হয় সেই ব্যক্তি। সাইফকে এলোপাতাড়ি ছয়বার ছুরিকাঘাত করে সে। তারপর সাইফ রক্তাক্ত অবস্থায় একটি অটোরিকশা ভাড়া করে চলে যান দুই কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে। তখনো তার পিঠে মেরুদণ্ডের কাছে গেঁথে রয়েছিলো ছুরির আড়াই ইঞ্চি ভাঙা ফলা। মেরুদণ্ড, ঘাড় ও হাতে ক্ষত থাকায় তার অস্ত্রোপচার করা হয়েছে। মোট পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দুই ছেলে তৈমুর ও জেহের সঙ্গে কারিনা কাপুর ও সাইফ আলি খান (ছবি: টুইটার)

গত ২০ জানুয়ারি সাইফের ঘরে অনুপ্রবেশ ও হামলায় জড়িত থাকার অভিযোগে মুম্বাইয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির নাম বিজয় দাস। তবে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি নাগরিক এবং তার প্রকৃত নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী সাত দিন বিশ্রামে থাকতে হবে সাইফকে। একসপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না তিনি। কারণ এখনো তার জখম পুরোপুরি শুকোয়নি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ