নাটক
ভালোবাসা দিবসের নতুন জুটি তৌসিফ-পড়শী

‘মনের রঙে রাঙিয়ে’ নাটকে সাবরিনা পড়শী ও তৌসিফ মাহবুব (ছবি: সিনেমাওয়ালা)
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন গায়িকা সাবরিনা পড়শী। আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে এই জুটিকে দেখা যাবে। নাটকটির নাম রাখা হয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’।
আজ (২৩ জানুয়ারি) থেকে সিলেটের জাফলংয়ে শুটিং শুরু হয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তৌসিফ ও পড়শীর একসঙ্গে কাজ করার কথা রয়েছে।
নাটকের প্রযোজক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে হচ্ছে।

তৌসিফ মাহবুব ও সাবরিনা পড়শী (ছবি: সিনেমাওয়ালা)
‘মনেরই রঙে রাঙিয়ে’ লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু ভালোবাসা দিবসকে উপলক্ষে এটি বানাচ্ছি, সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই। একইসঙ্গে এটি মনে মনে প্রেম জেগে ওঠার গল্প।’

কেএম সোহাগ রানা (ছবি: আকিব রহমান)
নাটকটিতে আরও অভিনয় করছেন এমএনইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর।

আরফিন রুমি ও সাবরিনা পড়শী (ছবি: ফেসবুক)
শুধু অভিনয় নয়, ‘মনের রঙে রাঙিয়ে’ নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শী। এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর-সংগীত করেছেন আরফিন রুমি। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন।
আগামী ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘মনেরই রঙে রাঙিয়ে’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস