Connect with us

স্টার জোন

আমি কখনও হারি না, হয় জিতি না হয় শিখি: শাকিব খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শাকিব খান (ছবি: এসকে ফিল্মস)

ঢালিউড সুপারস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস দল নিয়ে ১১তম বিপিএলে প্রথমবার অংশ নিয়েছে। আজ (১ ফেব্রুয়ারি) ছিলো দলটির ১২তম ও শেষ ম্যাচ। তিন জয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বর স্থান পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজ। নিজের দলের শেষ খেলা রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বসে দেখেছেন শাকিব। এরপর বিপিএল অভিজ্ঞতা ও আগামীর ভাবনা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। 

ফেসবুক ও ইনস্টাগ্রামে শাকিব লিখেছেন, ‘এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিলো, তেমনি ছিলো নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’

শাকিব খান (ছবি: এসকে ফিল্মস)

১২ ম্যাচের মধ্যে ঢাকা ক্যাপিটালস জিতেছে মাত্র তিনটি। টুর্নামেন্টের শুরু থেকে টানা ছয় ম্যাচই হেরেছে দলটি। সিলেটে দুর্বার রাজশাহী, চট্টগ্রামে সিলেট স্ট্রাইকার্স ও চিটাগং কিংসকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শাকিবের দলকে। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না। হয় জিতি না হয় শিখি! আগামীতে আমাদের আরও শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। এটাই আমাদের প্রতিশ্রুতি।’

শাকিব খান (ছবি: এসকে ফিল্মস)

সবশেষে ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক ও স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানান শাকিব। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি ও সেটাকে বাস্তবে রূপ দেই।’

ফেসবুকে দুই ঘণ্টায় শাকিবের এই পোস্টে লাইক পড়েছে ১ লাখ ১৫ হাজারের বেশি। মন্তব্য এসেছে ১১ হাজারের বেশি। আর এটি শেয়ার হয়েছে ৭০০ বার।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি)

শাকিব খান এখন ‘বরবাদ’ সিনেমার কাজে ব্যস্ত। এতে ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পালের বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন তিনি। ফলে ‘প্রিয়তমা’র পর এতে শাকিবের সঙ্গে ইধিকা পালের রসায়ন ফিরছে।

সিনেমাটিতে ওপারের আরেক নায়িকাকে দেখা যাবে। তার নাম রিয়া গাঙ্গুলী। তিনি মূলত কলকাতার ছোট পর্দার অভিনেত্রী। ইধিকা পালের বড় বোনের ভূমিকায় দেখা যাবে রিয়াকে।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

ছোট পর্দায় বেশ কিছু নাটক ও টেলিফিল্ম পরিচালনা করে হাত পাকিয়েছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ বড় পর্দার জন্য তার প্রথম কাজ। গত বছরের ১৮ ডিসেম্বর এর প্রথম মোশন পোস্টারে শাকিবের লুক প্রকাশের পরপরই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে তার ‘চুপ’ ইশারা ভাইরাল হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

রিয়েল এনার্জির প্রযোজনায় অ্যাকশনধর্মী সিনেমাটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর।

সিনেমাওয়ালা প্রচ্ছদ