Connect with us

গান বাজনা

আইসিইউতে ফরিদা পারভীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফরিদ পারভীন (ছবি: ইমপ্রেস অডিও ভিশন)

লালনের গানের বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীন এখন রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তীব্র শ্বাসকষ্টের কারণে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আজ (১ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বংশীবাদক গাজী আবদুল হাকিম জানান, তার স্ত্রী ফরিদা পারভীনের ফুসফুসে পানি জমেছে। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যাসহ বার্ধক্যজনিত কয়েকটি জটিলতা আছে। হাসপাতালে বক্ষব্যাধি, কিডনি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা জটিল। তারা ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন। ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ সিনেমায় গান গাওয়ার সুবাদে সেরা গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০০৮ সালে জাপান সরকার ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার দিয়েছে তাকে। শিশুদের লালনসংগীত শেখাতে ‘অচিন পাখি’ নামের একটি সংগীত বিদ্যালয় গড়ে তুলেছেন তিনি।

মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিনেমাওয়ালা প্রচ্ছদ