Connect with us

ওটিটি

‘ঘুমপরী’র পূর্বাভাসে কৌতূহল বাড়লো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ঘুমপরী’র দৃশ্যে তানজিন তিশা ও প্রীতম হাসান (ছবি: চরকি)

ভালোবাসায় মোড়ানো একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। জাহিদ প্রীতমের পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা ও পারশা মাহজাবীন। তাদের চরিত্রের ধারণা দিতে বিভিন্ন মুহূর্ত নিয়ে প্রকাশ্যে এসেছে ‘ঘুমপরী’র ফোরটেস্ট। একের পর এক দৃশ্যে তিনজনের আবেগ-উদ্বেগ কৌতূহল বাড়িয়েছে দর্শকদের। এরমধ্যে প্রথম দৃশ্যে দেখা গেছে লাইব্রেরি। এছাড়া আছে ক্যাম্পাস ও ক্লাসরুমের করিডোর। ধারণা করা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে জুলাই-আগস্টের আন্দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারশা আছেন চিকিৎসকের অ্যাপ্রনে। 

ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় (২০ ফেব্রুয়ারি) চরকিতে মুক্তি পাবে ‘ঘুমপরী’। আশা করা হচ্ছে, ওয়েব ফিল্মটি দর্শকদের মনে ভালোবাসার গভীর অনুভূতি জাগাবে।

‘ঘুমপরী’র দৃশ্যে তানজিন তিশা (ছবি: চরকি)

‘ঘুমপরী’তে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পতে। তবে এতে যুক্ত হবো কিনা শুরুর দিকে ভাবছিলাম। এতো আবেগময় চরিত্র হয়ে উঠতে পারবো কিনা সেই চ্যালেঞ্জ ছিলো। পরিচালক আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটি কমন পয়েন্টে আসতে পেরেছি। ফলে যুক্ত হয়েছি।’

‘ঘুমপরী’র দৃশ্যে পারশা মাহজাবীন (ছবি: চরকি)

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির জন্য প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। এর আগেও চরকির সঙ্গে কাজ করার কথা ছিলো তার। কিন্তু বিভিন্ন কারণে সেটি হয়ে ওঠেনি। ‘ঘুমপরী’কে তিনি বেছে নিয়েছেন গল্পের জন্য। নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে তার বেশ কিছু কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে।

‘ঘুমপরী’র দৃশ্যে তানজিন তিশা (ছবি: চরকি)

তানজিন তিশা বলেন, “জাহিদ প্রীতম ভাই যখন গল্প বললেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ দরকার, যা একটু আলাদা। ‘ঘুমপরী’ তেমনই। তাছাড়া এমন দারুণ একটি কাজ দিয়েই চরকির সঙ্গে আমার শুরুটা হতে পারে বলে মনে হয়েছে। আমি পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্ট খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।”

‘ঘুমপরী’র দৃশ্যে তানজিন তিশা ও প্রীতম হাসান (ছবি: চরকি)

তানজিন তিশা ও জাহিদ প্রীতম প্রথমবার চরকির কাজে যুক্ত হলেন। চরকি’র ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’র তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আবার ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান।

পারশা মাহজাবীন প্রথমবার ওয়েব ফিল্মে অভিনয় করলেন। তিনি জানালেন, ’ঘুমপরী’ তার পছন্দের গল্প। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্ট পড়তেই ভালো লেগেছে তার। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসে সাধারণত এমন কন্টেন্ট চোখে পড়েনি। ওয়েব ফিল্মটিতে কাজ করা আমার জন্য কঠিনই ছিলো বলতে হবে, কারণ আমাকে দুই ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে হয়েছে। ফলে চরিত্র গড়া আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিলো।’

(বাঁ থেকে) জাহিদ প্রীতম, পারসা মাহজাবীন, তানজিন তিশা ও প্রীতম হাসান (ছবি: চরকি)

দর্শকদের উদ্দেশে নির্মাতা জাহিদ প্রীতম জানান, তিনি একটি শুদ্ধ ভালোবাসার গল্প বলতে চেয়েছেন। তার আশা, সব বয়সী দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে এই ওয়েব ফিল্ম।

গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ‘ঘুমপরী’র ‘মন্দ হতো না’ গানের টিজার। এর ‘তুমি আমার হলে মন্দ হতো না’ লাইনটি বেশ ছড়িয়ে পড়েছে। দূরত্ব বজায় রেখে ভালোবাসতে চাওয়ার আকুতি কিছু শব্দে কয়েকটি লাইনে উঠে এসেছে এতে। এটি গেয়েছেন ও সুর-সংগীত করেছেন তরুণ সংগীতশিল্পী অন্তু দাস। এর কথা লিখেছেন মেহেদী হাসান।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ