গান বাজনা
চলে গেলেন ‘আমি বাংলায় গান গাই’ গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়

প্রতুল মুখোপাধ্যায় (জন্ম: ২৫ জুন, ১৯৪২; প্রয়াণ: ১৫ ফেব্রুয়ারি, ২০২৫)
‘আমি বাংলায় গান গাই’ গানের সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর বেঁচে নেই। আজ (১৫ ফেব্রুয়ারি) ভোরে মারা গেছেন তিনি। তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা সংগীত জগত।
দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এ কারণে গত মাস থেকে কলকাতার সরকারি হাসপাতাল এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জন্য গঠন করা হয়েছিলো মেডিক্যাল বোর্ড। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো এই গুণী শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা হলো না।
বাংলাদেশের বরিশাল জেলায় ১৯৪২ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। তাঁর বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। স্ত্রী বাণী মুখোপাধ্যায় ও ছেলে প্রতুলকে নিয়ে দেশভাগের পর পশ্চিমবঙ্গে চলে যান তিনি। তারা থাকতে শুরু করেন চুঁচুড়ায়।
ছোটবেলা থেকেই গান লিখে তাতে সুর দিয়ে গাওয়ার ঝোঁক ছিলো প্রতুলের। তাকে পাদপ্রদীপের আলোয় আনে ‘আমি বাংলায় গান গাই’। আরো অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি করেছেন তিনি। এ তালিকায় রয়েছে ‘আলু বেচো’, ‘ছোকরা চাঁদ’, ‘তোমার কি কোনও তুলনা হয়’, ‘সেই মেয়েটি’, ‘ফেব্রুয়ারির একুশ তারিখ’। ১৯৯৪ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘যেতে হবে’। শেষ অ্যালবাম ছিলো ‘ভোর’ (২০২২)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস