Connect with us

গান বাজনা

প্রথমবার একসঙ্গে গাইলেন হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইত্যাদি’তে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান (ছবি: ফাগুন অডিও ভিশন)

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনের গানে বরাবরই থাকে বাড়তি আকর্ষণ। এবারের ঈদুল ফিতরে বিশেষ চমক হিসেবে থাকছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের দ্বৈত গান। এবারই প্রথম একসঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন এই দুই তারকা।

হাবিব ও প্রীতমের গানটির শুটিং হয়েছে চারদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন স্থানে। প্রায় পাঁচ হাজার দর্শকের সামনে এই দুই তারকা নেচেছেন ও গেয়েছেন। এছাড়া এর অংশবিশেষ ধারণ করা হয়েছে ফাগুন নিকেতনে।

প্রীতম হাসান ও হাবিব ওয়াহিদ (ছবি: ফাগুন অডিও ভিশন)

গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

‘ইত্যাদি’র সঙ্গে প্রীতম হাসানের অন্যরকম সম্পৃক্ততা রয়েছে। ২০১২ সালে প্রচারিত ‘ইত্যাদি’র বরিশাল পর্বের মাধ্যমে প্রথমবার টিভি পর্দায় হাজির হন এই তরুণ।

‘ইত্যাদি’তে হানিফ সংকেত, হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান (ছবি: ফাগুন অডিও ভিশন)

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি তৈরি হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ