ঢালিউড
‘দাগি’ আফরান নিশো কাকে বললেন, ‘ক্ষমা চাইতে সাহস লাগে’

‘দাগি’র পোস্টারে আফরান নিশো (ছবি: চরকি)
‘ক্ষমা চাইতে সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন ঘটে গেছে ক্ষমা চায় নাই বলে’– এই প্রতিপাদ্য নিয়ে প্রকাশ্যে এলো অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা ‘দাগি’র প্রথম অফিসিয়াল পোস্টার। এতে বড় চুল ও কাচা-পাকা দাড়িতে আগ্রাসী ভঙ্গিতে তাকিয়ে আছেন তিনি। তার পেছনে তিন জন মানুষের অবয়ব। তাদের পেছনে আগুন জ্বলছে।
‘দাগি’তে নিশান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। তার পথচলাই মূলত দেখানো হবে গল্পে। বিভিন্ন পরিস্থিতিতে নানান লুকে হাজির হবেন এই তারকা।
আজ (১৩ মার্চ) প্রকাশিত পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আফরান নিশো লিখেছেন, “দাগি’র সঙ্গে দেখা হবে এই ঈদুল ফিতরে।” এর ঘণ্টাখানেক পর একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তিনি। এতে একজন লোককে এদিক-ওদিক পায়চারি করতে দেখা যায়। তবে ক্যামেরায় শুধু তার পায়ের জুতা জোড়া আছে। নেপথ্যে নিশোর কণ্ঠে বারবার বলা হচ্ছে, ‘ক্ষমা চাইতে সাহস লাগে।’

‘দাগি’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)
দুই দিন আগে ‘দাগি’র বহুল প্রতীক্ষিত ১ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার প্রকাশ্যে আসে। এতে তিনটি লুকে হাজির হয়েছেন আফরান নিশো। একটি দৃশ্যে তার কয়েদি নম্বর দেখা গেছে ৭৮৬।
টিজারের শুরুর দৃশ্যে একটি এলাকার পথ ধরে আফরান নিশোকে ধীর পায়ে এগিয়ে যেতে দেখা যায়। ক্যামেরা পেছন থেকে অনুসরণ করে তাকে। নেপথ্যে শোনা যায় তার বলা সংলাপ, ‘আব্বা আমারে সবসময় বলতো, নিশান জীবনের একটা লক্ষ্য খুঁইজা বাইর কর।’ সেই লক্ষ্য বুঝতে পারার কথাও মুখে জানিয়েছেন তিনি। কিন্তু কী লক্ষ্য? টিজারের একটি দৃশ্যে জেলখানার ভেতরে লাথি খেয়ে মুখ থুবড়ে পড়ার সময় নিশোর মুখে শোনা যায়, ‘‘জেলের দাগ একবার যার লাগছে সে-ই দাগি, সারাটা জীবন!’

‘দাগি’র দৃশ্যে আফরান নিশো (ছবি: চরকি)
প্রায় দুই বছর পর নতুন সিনেমা ‘দাগি’ নিয়ে বড় পর্দায় ফিরছেন ভক্তদের ‘বস’ আফরান নিশো। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এটি। ‘সুড়ঙ্গ’র পর দ্বিতীয় সিনেমার একঝলক নিয়ে দর্শকদের সামনে এসে কেমন লাগছে? তিনি বলেন, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, এই টিজার সেই ইঙ্গিত দিয়েছে মাত্র। সিনেমাটির প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা মানুষের ভাগ্য ও পরিণতি নিয়ে দর্শকদের মনে প্রশ্ন জাগাবে।’

‘দাগি’র দৃশ্যে তমা মির্জা (ছবি: চরকি)
‘দাগি’ হলো মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প। এমন গল্প নিয়ে দেশে কাজ হয়নি বলে দাবি পরিচালক শিহাব শাহীনের। ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির ১০ বছর পর আসছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা। টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দর্শকরা টিজার পছন্দ করছেন, এটি আনন্দের ব্যাপার। তবে এখানে মাত্র কয়েক ঝলক দেখানো হয়েছে। চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজের বিষয়ে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি ‘দাগি’ সিনেমায় সবই পাবেন।”

‘দাগি’র দৃশ্যে সুনেরাহ বিনতে কামাল (ছবি: চরকি)
আফরান নিশো ছাড়াও টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও শহীদুজ্জামান সেলিমকে দেখা গেছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও পশ্চিমবঙ্গের এসভিএফ যৌথভাবে প্রযোজনা করেছে ‘দাগি’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস