Connect with us

টেলিভিশন

‘ইত্যাদি’তে একসঙ্গে নাচলেন চার অভিনেত্রী

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ইত্যাদি’তে (বাঁ থেকে) সাফা কবির, সাদিয়া আয়মান, পারসা ইভানা ও সামিরা খান মাহি (ছবি: ফাগুন অডিও ভিশন)

ঈদ অনুষ্ঠানে একসঙ্গে নাচলেন চার অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বর্ণিল আয়োজনে দেখা যাবে তাদের এই সম্মিলিত পরিবেশনা। চার তারকার নাচে মুগ্ধ হয়েছেন অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত। 

‘ইত্যাদি’র নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন সূত্রে জানা যায়, নাচটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে চার তারকা নিয়মিত মহড়া করেছেন। তাদের সঙ্গে মঞ্চে নেচেছেন একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

‘ইত্যাদি’তে (বাঁ থেকে) পারসা ইভানা ও সাফা কবির (ছবি: ফাগুন অডিও ভিশন)

নাচের সংগীতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক, অ্যারাবিক ও আধুনিক কম্পোজিশনের সংমিশ্রণ। সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

‘ইত্যাদি’তে (বাঁ থেকে) সাদিয়া আয়মান ও সামিরা খান মাহি (ছবি: ফাগুন অডিও ভিশন)

ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে প্রথমবার একসঙ্গে গান গেয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে অনুষ্ঠানটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ