নাটক
চঞ্চল ও ভাবনার ‘মিশন মুন্সীগঞ্জ’

‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে চঞ্চল চৌধুরী ও আশনা হাবিব ভাবনা (ছবি: চ্যানেল আই)
ঈদে টেলিভিশন দর্শকদের সামনে ফিরছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা গোয়েন্দা সিরিজ ছোটকাকুকে কেন্দ্র করে নির্মিত ‘মিশন মুন্সীগঞ্জ’ ধারাবাহিক নাটকে থাকছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। একটি দৃশ্যে তাকে নাচতে দেখা যাবে।
বরাবরের মতো ছোটকাকু চরিত্রে থাকছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। ‘মিশন মুন্সীগঞ্জ’-এর গল্পে দেখা যাবে, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় উকিল, লালমনিরহাটে চিকিৎসক ও ফেনীতে খুন হন একজন রাজনীতিবিদ। কাকতালীয় ব্যাপার হলো, তিনজনই একসময় মুন্সীগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদ্ঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সীগঞ্জে। একপর্যায়ে কাহিনি জট পাকিয়ে যায়।

‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে তানভীর হোসেন প্রবাল, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা (ছবি: চ্যানেল আই)
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিশন মুন্সীগঞ্জ’ পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এবারের ছোটকাকু সিরিজের নাম রাখা হয়েছে ‘চ্যাপ্টার টু’। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তানভীর হোসেন প্রবালসহ অনেকে।

‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে চঞ্চল চৌধুরী ও আশনা হাবিব ভাবনা (ছবি: চ্যানেল আই)
এবারের ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে রয়েছে ‘মিশন মুন্সীগঞ্জ’। ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে এটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস