Connect with us

নাটক

চঞ্চল ও ভাবনার ‘মিশন মুন্সীগঞ্জ’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে চঞ্চল চৌধুরী ও আশনা হাবিব ভাবনা (ছবি: চ্যানেল আই)

ঈদে টেলিভিশন দর্শকদের সামনে ফিরছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা গোয়েন্দা সিরিজ ছোটকাকুকে কেন্দ্র করে নির্মিত ‘মিশন মুন্সীগঞ্জ’ ধারাবাহিক নাটকে থাকছেন তিনি। এতে তার সঙ্গে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। একটি দৃশ্যে তাকে নাচতে দেখা যাবে। 

বরাবরের মতো ছোটকাকু চরিত্রে থাকছেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। ‘মিশন মুন্সীগঞ্জ’-এর গল্পে দেখা যাবে, দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় উকিল, লালমনিরহাটে চিকিৎসক ও ফেনীতে খুন হন একজন রাজনীতিবিদ। কাকতালীয় ব্যাপার হলো, তিনজনই একসময় মুন্সীগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদ্ঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সীগঞ্জে। একপর্যায়ে কাহিনি জট পাকিয়ে যায়।

‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে তানভীর হোসেন প্রবাল, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা (ছবি: চ্যানেল আই)

সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিশন মুন্সীগঞ্জ’ পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এবারের ছোটকাকু সিরিজের নাম রাখা হয়েছে ‘চ্যাপ্টার টু’। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তানভীর হোসেন প্রবালসহ অনেকে।

‘মিশন মুন্সীগঞ্জ’ নাটকে চঞ্চল চৌধুরী ও আশনা হাবিব ভাবনা (ছবি: চ্যানেল আই)

এবারের ঈদ অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে রয়েছে ‘মিশন মুন্সীগঞ্জ’। ঈদের দ্বিতীয় দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে এটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ