Connect with us

সিনেমা হল

ঈদে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা (ছবি: স্টার সিনেপ্লেক্স)

রাজধানীতে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে তৈরি হয়েছে এটি। পবিত্র ঈদুল ফিতর থেকে এখানে সিনেমা উপভোগ করা যাবে। ঈদের দিন দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে খুলবে এর দরজা। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের আশা, বিমানবন্দরের আশেপাশের এলাকা ও উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। এতে থাকছে চারটি পর্দা। এরমধ্যে একটি ভিআইপি, একটি রয়্যাল ও দুটি প্রিমিয়াম সিনেমাহল রয়েছে। আসনসংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘উত্তরা এলাকায় অভিজাত মাল্টিপ্লেক্স সিনেমাহল ছিলো দর্শকদের অনেক আকাঙ্ক্ষার। অনেকে আমাদের কাছে সরাসরি ও অনলাইনে এখানে একটি শাখা চালুর দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তাদের চাওয়া পূরণ করতে পেরে আমরা আনন্দিত। রাজধানীতে যানজটসহ বিভিন্ন কারণে দূর-দূরান্তের দর্শকরা ভোগান্তিতে পড়েন। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে বড় পরিসরে নতুন শাখা চালু করছি আমরা।’

সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা (ছবি: স্টার সিনেপ্লেক্স)

রুচিসম্মত নান্দনিক পরিবেশ, বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তি সংবলিত সাউন্ড সিস্টেম, বিশাল পর্দাসহ বিশ্বমানের সিনেমাহলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায়। উত্তরার সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এটি স্বস্তি বয়ে আনবে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বলেন, ‘দেশব্যাপী অনেক সিনেমাহল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম আমরা। ধারাবাহিকভাবে সেগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রসারে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’

সেন্টার পয়েন্ট শপিং মলে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা (ছবি: স্টার সিনেপ্লেক্স)

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়াওে স্টার সিনেপে¬ক্সের শাখা রয়েছে। দর্শকদের সুবিধার্থে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়নগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

২০০৪ সালের ৮ অক্টোবর ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমাহল স্টার সিনেপ্লেক্স। ঢাকায় এর আগে পাঁচটি শাখা চালু হয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (পুরোনো রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার ও বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এগুলো অবস্থিত। ঢাকার বাইরে চট্টগ্রামের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে ও রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ