Connect with us

ছবিঘর

‘সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিলো’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মনেপ্রাণে মিসর! কারণ কায়রোতে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। তখন বেশ কিছু ছবি তুলেছিলেন মেহজাবীন। সোশ্যাল মিডিয়ায় সেগুলো পোস্ট করে মধুর সময় ফিরিয়ে এনেছেন তিনি।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ম্যাজেন্টা রঙের ভি-নেক স্লিভলেস গাউনে মেহজাবীন চৌধুরী এককথায় অপরূপা!

ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে মেহজাবীন লিখেছেন নিজের অনুভূতি, ‘সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছিলো… বরং এর চেয়ে আরো ভালো, কারণ এটা বাস্তব ছিলো।’

মেহজাবীনের গাউনটি তৈরি করেছে নিক্কাহ বাই কিবরিয়া রাতুল।

মেহজাবীনের ছবিগুলো তুলেছে ইজিপ্ট আই নামের একটি ট্রাভেল গাইড প্রতিষ্ঠান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ