Connect with us

ছবিঘর

সাদা পোশাকে নজরকাড়া নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন মালয়েশিয়ার লাংকাউই দ্বীপে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। বেড়ানোর ফাঁকে সুইমিং পুলে তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এগুলো নিয়ে এখন চর্চা হচ্ছে।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সাদা বিকিনিতে নজর কেড়েছেন নুসরাত ফারিয়া।

সুইমিং পুলে তোলা ছবিগুলো পোস্ট করে নুসরাত ফারিয়া জলতরঙ্গের ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘এদিক-ওদিক তাকিয়ে জল ছিটিয়ে ভান করছি ইচ্ছে করে চুল ভেজাইনি!’

নুসরাত ফারিয়ার ছবিগুলো দেখে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘চোখের পলক পড়ছে না।’

১৫ এপ্রিল এই ছবি পোস্ট করে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘সঠিক পথে জীবন।’

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’এতে সজল নূরের সঙ্গে প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

‘জ্বীন-৩’ সিনেমায় কনা ও ইমরানের গাওয়া ‘কন্যা’ গানটি দারুণ সাড়া পেয়েছে। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। পর্দায় গানটিতে ঠোঁট মিলিয়েছেন সজল নূর ও নুসরাত ফারিয়া।

‘জ্বীন ৩’ সিনেমার মাধ্যমে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কাজ করলেন নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। প্রযোজনায় আবদুল আজিজ। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্য তারই লেখা।

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ২০১৫ সালে ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এরপর এই অঙ্গনে কেটে গেলো তার ১০ বছর।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ