Connect with us

ওটিটি

তাসনিয়া ফারিণের ‘ফাতিমা’ এবার ওটিটিতে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ফাতিমা’র দৃশ্যে ইয়াশ রোহান ও তাসনিয়া ফারিণ (ছবি: আউটকাস্ট ফিল্মস)

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোট পর্দার গণ্ডি পেরিয়ে ‘ফাতিমা’র মাধ্যমে বাংলাদেশের বড় পর্দায় পা রাখেন। ২০২৪ সালের ২৪ মে মুক্তির পর এই সিনেমা দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। গত ২০ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে এটি মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু হঠাৎ পিছিয়ে যায়। অবশেষে আজ (১৭ এপ্রিল) বঙ্গ’তে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’। ফলে ঘরে বসেই এটি উপভোগ করা যাবে।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতার কারণে এর কাজ শেষ করতে লেগে গেছে সাত বছর। এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকে বলেন, “প্রায় সাত বছর পর যখন পরিচালক ধ্রুব হাসান হঠাৎ ফোন করে জানালেন সিনেমাটি শেষ করতে চান, তখন অবাক হয়েছিলাম। ‘ফাতিমা’র কাজ শেষ করা ও এর জন্য স্বীকৃতি পাওয়া আমার সুন্দর অভিজ্ঞতা।”

‘ফাতিমা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ ও সুমিত সেনগুপ্ত (ছবি: আউটকাস্ট ফিল্মস)

‘ফাতিমা’য় নাম ভূমিকায় দারুণ অভিনয়ের সুবাদে ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। উৎসবটির ইস্টার্ন ভিস্তা শাখায় ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি এসেছে তার ঘরে। এরপর অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল ও ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় সিনেমাটি। ‘ফাতিমা’র সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম।

‘ফাতিমা’র পোস্টার (ছবি: আউটকাস্ট ফিল্মস)

সিনেমাটির গল্পে দেখা যায় ১৯৭১ ও ২০২৪ সালে পৃথক দুটি সময়ে ফাতিমা ও সুবর্ণার জটিল জীবন। যেখানে ব্যক্তিগত আঘাত, সামাজিক চোখরাঙানি ও আত্মপরিচয় খোঁজার সংগ্রামের সীমারেখা একাকার হয়। এতে আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, সংগীতশিল্পী পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকা, গাওসুল আলম শাওনসহ অনেকে।

‘ফাতিমা’র দৃশ্যে তাসনিয়া ফারিণ (ছবি: বঙ্গ)

নিজের পরিচালিত প্রথম সিনেমা ‘ফাতিমা’র গল্প ধ্রুব হাসানেরই লেখা। তিনি ও আদনান হাবিব মিলে চিত্রনাট্য সাজিয়েছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। সুর ও সংগীত পরিচালনায় পাভেল আরীন। আবহ সংগীত করেছেন তিনিই। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি গান গেয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

তাসনিয়া ফারিণ (ছবি: ইনস্টাগ্রাম)

পশ্চিমবঙ্গে অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। এখন তিনি সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘ইনসাফ’ সিনেমার শুটিং করছেন। এতে চিত্রনায়ক শরিফুল রাজের বিপরীতে দেখা যাবে তাকে। আগামী ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পাবে এটি।

গেলো ঈদুল ফিতরে বঙ্গ’তে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এতে জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ