Connect with us

ঢালিউড

শাকিবের ‘বরবাদ’ ২০ দিনেই ৫০ কোটি টাকা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বরবাদ’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ মুক্তির ২১ দিন পেরিয়েছে। এখনো এর বেশিরভাগ শো হাউজফুল যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি দেখতে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে দর্শকরা প্রতিদিন হুমড়ি খেয়ে পড়ছেন। 

‘বরবাদ’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন ও ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট। গত ৩১ মার্চ ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিনেমাটি। রিয়েল এনার্জি প্রোডাকশন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ২০ দিনে ‘বরবাদ’ সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৫০ কোটি ৮২ লাখ টাকা। এটি নির্মাণে খরচ হয়েছে ১৫ কোটি টাকা।

মেহেদী হাসান হৃদয় (ছবি: ফেসবুক)

এদিকে গত ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের ১৫টি থিয়েটারে ‘বরবাদ’ মুক্তি দিয়েছে এসকে ফিল্মস। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে সিনেমার পরিবেশনা শুরু করলো শাকিব খানের প্রতিষ্ঠানটি। আমেরিকায় প্রতিদিনই এটি হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদার চাপে নিউইয়র্কে শো বেড়েছে।

‘বরবাদ’ সিনেমার দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় হলিউড-বলিউডের পাশাপাশি স্থান করে নিয়েছে ‘বরবাদ’। আইএমডিবি ওয়েবসাইট ব্যবহারকারীদের চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে এই তালিকা। এতে ৪৪তম স্থানে রয়েছে ‘বরবাদ’। আইএমডিবিতে এটি ৭.৪ রেটিং পেয়েছে। ]

‘বরবাদ’-এ আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে তার সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল। নীতু চরিত্রে দেখা গেছে তাকে। ‘প্রিয়তমা’ মুক্তির প্রায় দুই বছর পর আবার তাদের রসায়ন দেখে মুগ্ধ দর্শকরা।

‘বরবাদ’ সিনেমার পোস্টারে যীশু সেনগুপ্ত, শাকিব খান ও ইধিকা পাল (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় তারকা যীশু সেনগুপ্ত। জিল্লু চরিত্রে আছেন ভারতের শ্যাম ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, জাহিদ ইসলাম, মানব সাচদেব, রিয়া গাঙ্গুলী। ‘চাঁদ মামা’ শিরোনামের আইটেম গানে শাকিবের সঙ্গে নেচেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান।

‘চাঁদ মামা’ গানে নুসরাত জাহান ও শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)

সিনেমার গানগুলো গেয়েছেন প্রীতম হাসান, ইমরান মাহমুদুল, কোনাল, দোলা, নোবেল, জি.এম. আশ্রাফ ও খায়রুল ওয়াসী। গান লিখেছেন সোমেশ্বর অলি, প্রীতম হাসান, ইমামুল তাহসিন, জি.এম. আশ্রাফ ও কলকাতার রিতাম সেন। সুর করেছেন প্রীতম হাসান, জি.এম. আশ্রাফ, খায়রুল ওয়াসী ও কলকাতার রথিজিৎ ভট্টাচার্য।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ