Connect with us

নাটক

শতাধিক নাটক কোটি ভিউ হওয়া প্রথম অভিনেত্রী হিমি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জান্নাতুল সুমাইয়া হিমি (ছবি: আব্দুল্লাহ সালেহ)

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি অন্যরকম এক রেকর্ড গড়লেন। তার অভিনীত ১০৯টি নাটক ইউটিউবে ১ কোটি করে ভিউর মাইলফলক অতিক্রম করেছে। এদিক দিয়ে তিনিই সবার ওপরে। এমন অর্জন দেশের আর কোনো অভিনেত্রীর নেই।

সোশ্যাল মিডিয়ায় একটি কার্ডের মাধ্যমে অনেকে হিমিকে অভিনন্দন জানিয়েছেন। এতে লেখা, ‘নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটকের প্রতিটি ১ কোটি ভিউ স্পর্শ করেছে!’

জান্নাতুল সুমাইয়া হিমি (ছবি: নাসির হোসেন)

ইউটিউবে বাংলা নাটকের ভিউ সংখ্যায় এখন শীর্ষে আছে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘শ্বশুরবাড়িতে ঈদ’। এতে তার সহশিল্পী নিলয় আলমগীর।

জান্নাতুল সুমাইয়া হিমি (ছবি: ফেসবুক)

ইউটিউবে আট বছর ধরে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘বড় ছেলে’। সেই রেকর্ড ভেঙেছে মহিন খান পরিচালিত ‘শ্বশুরবাড়িতে ঈদ’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’র ভিউ ৫ কোটি ৪১ লাখ। ২০১৪ সালের এপ্রিলে মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুরবাড়িতে ঈদ’ নাটকটির ভিউ ৫ কোটি ৪৩ লাখ।

জান্নাতুল সুমাইয়া হিমি (ছবি: ফেসবুক)

এদিকে গেলো ঈদুল ফিতরে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ঢালিউড তারকা সিয়াম আহমেদের সঙ্গে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি নতুন গান গেয়েছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ