Connect with us

আলাপচারিতা

সামলানোর মন্ত্র জানলে দুটোই সহজ: রুনা খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

অভিনয়ে ২০ বছর পেরিয়ে এসেছেন রুনা খান। এখনো টেলিভিশন ও সিনেমায় নিয়মিত কাজ করছেন। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এনটিভিতে প্রচারিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ সালমা চরিত্রের সুবাদে তার জনপ্রিয়তা বেড়েছে। বর্তমানে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’সহ কয়েকটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত জনপ্রিয় এই অভিনেত্রী। সিনেমাওয়ালা নিউজের আলাপচারিতায় ক্যারিয়ারসহ নানান বিষয়ে কথা বলেছেন তিনি।

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: কোনটা সহজ? অভিনয় নাকি সংসার সামলানো?
রুনা খান: দুটোই কঠিন। তবে সামলানোর মন্ত্রটা জানলে আবার দুটোই সহজ।

সিনেমাওয়ালা নিউজ: বড় পর্দা, টেলিভিশন, ওটিটি– কোনটিতে কাজ করতে বেশি ভালো লাগে?
রুনা খান: বড় পর্দা। কারণ বড় পর্দার কাজ অনেকদিন টিকে থাকে।

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: সিসিমপুর থেকে আপনার পথচলা শুরু। তারপর এতদূর এসে আপনি কি সন্তুষ্ট?
রুনা খান: আমি জীবনের সবকিছু নিয়েই অনেক সন্তুষ্ট। আমার প্রকৃতির প্রতি, সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি যা পেয়েছি অনেক পেয়েছি।

সিনেমাওয়ালা নিউজ: নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে মঞ্চনাটক মিস করেন না?
রুনা খান: হ্যাঁ, করি।

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: অভিনেত্রী হিসেবে আপনার স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী?
রুনা খান: আমি আসলে খুব পরিকল্পনা করে কোনো কাজ করতে পারি না। তবে আমার চাওয়া– যতদিন বেঁচে থাকবো সুস্থ যেন থাকি এবং অভিনয়ের সঙ্গে থাকতে চাই জীবনের শেষ দিন পর্যন্ত। আমার কর্মজীবন ও পারিবারিক জীবন দুটোই পুরোপুরি উপভোগ করতে চাই।

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে?
রুনা খান: নাম বলতে গেলে তালিকাটি অনেক লম্বা হয়ে যাবে। তবে মেহজাবীনের কাজ খুব পছন্দ করি। তারপর তানজিন তিশা, শবনম ফারিয়া, সারিকা সাবাহ অনেকের অভিনয় ভালো লাগে।

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: এবার বলুন, অভিনেতাদের মধ্যে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে?
রুনা খান: আসলে হচ্ছে কী অপূর্ব-আফরান নিশোর সঙ্গে তো আমরা একসময় কাজ করেছি, আর ওরা এখনও কাজ করছে। এখনও কাজ করছে বললে ভুল হবে। কারণ এই প্রজন্মের কাছে ওরা অনেক জনপ্রিয়। অপূর্ব ও নিশো উভয়ের কাজই আমার বেশ ভালো লাগে। মোশাররফ ভাই, চঞ্চল ভাই দুইজন খুব ভালো অভিনেতা। জোভান ভালো কাজ করে। এছাড়া এমন অনেক সহশিল্পী আছেন যাদের কাজ আমার ভালো লাগে।

রুনা খান

রুনা খান (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলুন।
রুনা খান: দর্শকদের জন্য অনেক ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে আমি সুস্থ থাকি এবং ভালো কাজ করার সুযোগ পাই ও ভালো কাজের সঙ্গে থাকতে পারি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ