টেলিভিশন
একমাত্র সন্তানকে নিয়ে বিভিন্ন রটনা এবং অনেক ঘটনার জন্ম

বরেণ্য নির্মাতা হানিফ সংকেত প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন। এবারের ঈদের জন্য তিনি লিখেছেন ও পরিচালনা করেছেন ‘রটে বটে-ঘটে না’।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, জাহিদ শিকদার, মতিউর রহমান মতি, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু, মোনালিসা দিপা, নজরুল ইসলামসহ অনেকে।

‘রটে বটে-ঘটে না’ নাটকে (বাঁ থেকে) আবুল হায়াত, দিলারা জামান, তানিয়া আহমেদ ও শহীদুজ্জামান সেলিম (ছবি: ফাগুন অডিও ভিশন)
নাটকের নাম প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘রটে বটে অনেক কিছুই, খুঁজলে আসল ঘটনা/আপনজনে বুঝতে পারে, কোনটা মিথ্যে রটনা। সুতরাং অনেক কিছু রটে বটে, কিন্তু ঘটে না। নাটকের গল্পে একটি পরিবারের একমাত্র সন্তানকে নিয়ে বিভিন্ন রটনা এবং তা থেকে অনেক ঘটনার জন্ম নেয়; যেখানে মা-বাবা, ভাই-বোন, দুলাভাইয়ের মতো চরিত্র রয়েছে। এর বিভিন্ন দৃশ্যে বন্যায় অসহায় মানুষের ভোগান্তি, আমাদের মূল্যবোধ ও বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি।’

‘রটে বটে-ঘটে না’ নাটকে (বাঁ থেকে) মোনালিসা দিপা ও ইরফান সাজ্জাদ (ছবি: ফাগুন অডিও ভিশন)
নাটকটির শুটিং হয়েছে ঢাকার মিরপুরে ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এর সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও রিয়াদ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদী।
এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘রটে বটে-ঘটে না’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস