Connect with us

ঢালিউড

‘আব্বা হয়তো জানতেন, এটাই শেষ দেখা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মোস্তফা সরয়ার ফারুকী

আবদুর রব ফারুকী ও মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর বাবা আবদুর রব ফারুকী মারা গেছেন। শুক্রবার (৮ জুলাই) সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ছেলে।

ফারুকী ফেসবুকে শুরুতে নিজের মেয়ে ইলহামের সঙ্গে দাদার শেষ দেখা হওয়ার কথা লিখেছেন, ‘ইলহামের একটু ঠান্ডা লেগেছিলো। তাই আমরা ওকে ঘরের বাইরে না নেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে চার দিন আগে তিশা ওকে নিয়ে নাখালপাড়া যায় আব্বাকে দেখাতে। আব্বার শরীরটা অনেকদিন থেকে খারাপ। কথা বলতে পারছিলেন না ঠিকমতো। তিশার কোলের ওপর হাত রেখে আব্বা ইশারা করে ইলহামের হাতটা যেন আব্বার হাতের ওপর রাখা হয়। তিশা হাতটা রাখার পর আব্বা অনেকক্ষণ পরম মমতায় তাকিয়ে ছিলেন। আব্বা হয়তো জানতেন, নাতনির সঙ্গে এটাই তার শেষ দেখা।’

আবদুর রব ফারুকী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। ফারুকী সেই তথ্যও জানিয়েছেন, ‘আব্বা আজ সকালে চলে গেলেন আমাদের ছেড়ে। আমরা সবাই জানতাম, আব্বার শরীর খুব খারাপ। কিন্তু তারপরও আমি সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করতাম যেন আব্বা আরও কয়টা বছর আমাদের সঙ্গে থাকে। যেন ইলহাম আরেকটু বড় হয় দাদার সঙ্গে, যাতে ওর স্মৃতিতে দাদা থাকে। ইলহামের হয়তো দাদার স্মৃতি বলে আর কিছু থাকলো না। ও হয়তো মনেও করতে পারবে না দাদার মুখটা। ও হয়তো জানবেও না প্রাচীন বংশের এই বড় সন্তান কী করে নিজের ভাগ্য গড়েছে, কী করে কোনো এক গ্রামের দুর্গম রাস্তা ছাড়িয়ে এই শহরের বুকে এসে দাঁড়িয়েছে!’

ঢাকার নাখালপাড়ার বাসিন্দা ছিলেন আবদুর রব ফারুকী। তাঁর ছেলে এ প্রসঙ্গে লিখেছেন, ‘নিজের হাতে বানানো নাখালপাড়ার বাড়িটা আব্বার খুব প্রিয় ছিলো। এই বাড়ি ছেড়ে কোথাও গিয়ে উনি থাকতে চাইতেন না। এমনকি আমার বনানীর বাড়িতে উনাকে জোর করে একটা রাতও রাখতে পারি নাই। আব্বা আজ চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেলেন। বাড়ির সামনে রাস্তায় পানি জমলো কিনা, ছাদের ঘর তালা দেওয়া হলো কিনা, মসজিদের নতুন তলার কাজ শেষ হলো কিনা– সব উৎকণ্ঠার শেষ আজ। এইতো জীবন।’

এর আগে এক শুক্রবারেই মাকে হারান ফারুকী। ফেসবুক স্ট্যাটাসের শেষ প্রান্তে সেটাই উল্লেখ করেন তিনি, ‘আম্মা গিয়েছিলেন উনার প্রিয় শুক্রবারে। আব্বাও গেলেন শুক্রবারে, হজের দিনে! আসলেই কি গেলেন?’

সিনেমাওয়ালা প্রচ্ছদ