গান বাজনা
‘চলো নিরালায়’ শিশুদেরও পছন্দের, এজন্য মজা লাগছে: আতিয়া আনিসা
‘পরাণ’ সিনেমার গান ‘চলো নিরালায়’ অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। গানটি এখন সবার মুখে মুখে। ইউটিউবে লাইভ টেকনোলজিসের অফিসিয়াল চ্যানেলে গানটির ভিউ প্রায় ২৫ লাখ। এছাড়া ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল।
সাধারণ শ্রোতাদের পাশাপাশি তারকাদের মন জয় করেছে জনি হকের কথা এবং অয়ন চাকলাদার ও আতিয়া আনিসার গাওয়া গানটি। ‘চলো নিরালায়’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছেন গায়িকা আতিয়া আনিসা।
সিনেমাওয়ালা নিউজ: ‘চলো নিরালায়’ অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছে। এতটা কি আশা করেছিলেন?
আতিয়া আনিসা: গানটা অনেক সুন্দর। নিজে গেয়েছি বলে বলছি না। প্রথমবার শুনেই গানটি অনেক ভালো লেগেছিলো আমার। সুন্দর কথা ও সুর। যেকোনো শিল্পীর জন্য ভালো গান গাইতে পারা আনন্দের। সেই সঙ্গে শ্রোতাপ্রিয় হওয়াটা বাড়তি আনন্দের।
সিনেমাওয়ালা নিউজ: ‘পরাণ’ সিনেমার গানটিতে কণ্ঠ দেওয়ার গল্পটা শুনি।
আতিয়া আনিসা: পরিচালক রায়হান রাফি ভাই ফোন করে আমাকে জানান, তার নতুন সিনেমার একটি দ্বৈত গানে আমার কণ্ঠ রাখতে চান। তখন অনেক আনন্দ লেগেছিলো। ২০১৯ সালে ‘যদি একদিন’ এবং ‘শাহেনশাহ’ সিনেমার গান গেয়েছিলাম। এগুলো প্রশংসিত হয়। ঠিক তখনই রায়হান রাফি ভাইয়ের ‘পরাণ’ সিনেমার গানের জন্য তার কাছ থেকে ফোন পাই।
সিনেমাওয়ালা নিউজ: গানটির জন্য এখন রীতিমতো প্রশংসায় ভাসছেন। কার প্রশংসা আলাদাভাবে ভালো লেগেছে?
আতিয়া আনিসা: আমার সবচেয়ে ভালো লাগে যখন শিশু-কিশোররা এই গানটা গায়। শুনেছি অনেক বাচ্চার পছন্দের গান ‘চলো নিরালায়’। গানটি শুনে নাকি ওরা খাওয়া-দাওয়া করে। এটা অনেক মজা লেগেছে। আর গান তো শুরু থেকেই আব্বু খুব পছন্দ করেন। তিনি প্রায়ই গানটি শুনতেন। ‘চলো নিরালায়’ প্রকাশের পর থেকে আব্বু প্রতিদিন গানটি শুনছেন। এজন্য অনেক ভালো লাগে আমার। এছাড়া গুণী তারকাশিল্পীদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা পেয়েছি। তাদের শুভকামনা পাওয়াটা খুব আনন্দের।
সিনেমাওয়ালা নিউজ: ‘চলো নিরালায়’ কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে সেরা কাজ মনে করেন?
আতিয়া আনিসা: আমার সব কাজ আমার কাছে সমান। ভালোবেসেই প্রতিটি কাজ করেছি। তবে শ্রোতারা ‘চলো নিরালায়’ বেশি পছন্দ করেছে। এটা বেশ ভালো লাগছে।
সিনেমাওয়ালা নিউজ: ‘চলো নিরালায়’ গানের সুবাদে সিনেমায় আপনার কদর বাড়বে বলে ভাবা হচ্ছে। আপনার কী মনে হচ্ছে?
আতিয়া আনিসা: নিয়মিত ভালো গান গাইতে চাই। ভালো গান গাইতে ভালোবাসি। অনেক ভালো গান গাইতে চাই। সেই আশা নিয়ে সংগীতঙ্গনে ২০১৯ সালে পথচলা শুরু করেছিলাম। এখন পর্যন্ত বেশ ভালো গান করার সুযোগ হয়েছে আমার। তবে কণ্ঠশিল্পী হিসেবে আমার কদর বাড়বে কিনা সেটা সৃষ্টিকর্তার ইচ্ছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস