আলাপচারিতা
চিকিৎসকও ঝুমুরকে চেনে বলে বাবা-মা অভিনয়ে বাধা দেননি: সারিকা সাবাহ
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটকের ঝুমুর চরিত্রের সুবাদে বেশ জনপ্রিয় সারিকা সাবাহ। বর্তমানে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’সহ কয়েকটি নাটকের শুটিং করছেন তিনি। এছাড়া বিজ্ঞাপনচিত্রের মডেল হচ্ছেন। ধীরে ধীরে ছোট পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করছেন তিনি। সিনেমাওয়ালা নিউজের আলাপচারিতায় ক্যারিয়ারসহ নানান বিষয়ে কথা বলেছেন এই তরুণী।
সিনেমাওয়ালা নিউজ: অভিনেত্রী সারিকা সাবরিনের সঙ্গে আপনার নামের মিল রয়েছে, এতে কি কখনো কোনো সমস্যায় পড়েছেন?
সারিকা সাবাহ: মাঝে মধ্যে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে। দেখা গেলো তার স্ক্রিপ্ট বা শিডিউলের জন্য আমার কাছে ফোন এসেছে। কিংবা আমারটি তার কাছে চলে গেছে। এসব ঘটনা একটু বিব্রতকর লাগতো।
সিনেমাওয়ালা নিউজ: বাবা-মায়ের একমাত্র সন্তানেরা আহ্লাদী হয়, আপনার ক্ষেত্রে সেটা কি একই?
সারিকা সাবাহ: আমি একেবারেই আহ্লাদী নই। অন্য ছেলেমেয়েরা পরিবারে যেমন থাকে, আমিও ঠিক সেরকমই।
সিনেমাওয়ালা নিউজ: মিডিয়ার কাজে পরিবার আগে আপনাকে বাধা দিতো, পরে কীভাবে মেনে নিলো?
সারিকা সাবাহ: আমার বাবাকে যখন চিকিৎসকের কাছে নিয়ে যাই তখন সেই চিকিৎসক আমাকে ঝুমুর হিসেবে চেনেন। তার মতো অনেকে আমার বাবা-মাকে (সালেকুর রহমান শামীম ও রুবিনা রহমান) জানিয়েছেন, ঝুমুরকে তাদের অনেক ভালো লাগে। বাবা-মা যখন দেখলেন, সবাই আমাকে অভিনয়ে অনুপ্রেরণা দিচ্ছে তখন তারাও আমাকে সহযোগিতা করলেন।
সিনেমাওয়ালা নিউজ: নর্থসাউথ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাসের পর প্রকৌশলী হলেন না কেনো?
সারিকা সাবাহ: প্রকৌশলী আমি এখনও। প্রকৌশলবিদ্যা হয়তো সেভাবে প্র্যাকটিস করছি না। কিন্তু অভিনয়টা আমার আবেগের জায়গা। দর্শক যেহেতু আমার অভিনয় পছন্দ করেছে এবং আমারও কাজটি করতে ভালো লাগছে, তাই আমি এটাকেই বেছে নিয়েছি।
সিনেমাওয়ালা নিউজ: ছোটবেলায় ছয় বছর নাচ শিখেছেন, নাচ নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে?
সারিকা সাবাহ: না, নাচ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তাছাড়া নাচ যেহেতু এখন আর চর্চা করছি না, তাই এ নিয়ে আলাদা করে ভাবতে চাই না।
সিনেমাওয়ালা নিউজ: এখন প্রেমের প্রস্তাব কয়টি পান?
সারিকা সাবাহ: এখন পাই না, আগে পেতাম!
সিনেমাওয়ালা নিউজ: আপনার একজন ‘মোর দ্যান ফ্রেন্ড’ আছে, তিনি কে?
সারিকা সাবাহ: মোর দ্যান ফ্রেন্ড তো অনেকেই আছেন। অনেক সময় এমন হয় যে, মেয়ে বন্ধু মোর দ্যান ফ্রেন্ড মানে বোনের মতো। আর ছেলে বন্ধু মোর দ্যান ফ্রেন্ড ভাইয়ের মতো। এরকম অনেকেই আছে।
সিনেমাওয়ালা নিউজ: বিয়ে করছেন কবে?
সারিকা সাবাহ: আল্লাহ যখন ভাগ্যে লিখে রেখেছেন সেদিন বিয়ে করবো।
সিনেমাওয়ালা নিউজ: আপনার স্বপ্ন কী?
সারিকা সাবাহ: আগামীর দিনগুলো যেন ভালো হয়, এটাই আমার স্বপ্ন।
সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলুন।
সারিকা সাবাহ: সবাই আমার জন্য দোয়া করবেন। ঝুমুরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমাকেও সেভাবে ভালোবাসবেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস